নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
পুলিশি বাধা উপেক্ষা করে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও মহানগর যুবদল। সোমবার (৪ এপ্রিল) সকালে শহরের মন্ডলপাড়া এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে ডিআইটি রেলকলোনী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে সমাবেশ করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এদিকে সোমবার সকাল থেকে শহরের ডিআইটিস্থ জেলা বিএনপি কার্যালয় অবরুদ্ধ করে রেখেছিল পুলিশ। যেকারণে বিএনপি নেতাকর্মীরা কৌশল অবলম্বন করে ডিআইটি মসজিদের সামনে সমাবেশ করে।
সংক্ষিপ্ত সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম সম্পাদক ও মহানগর যুবদলের আহবায়ক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, নগর বিএনপি নেতা নুরুল হক চৌধুরী দিপু, আকতার হোসেন খোকন শাহ,মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদ রানা, রানা মুজিব, জুয়েল রানা, আবুল কালাম আজাদ, সেলিম, জুলহাস, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান, মহানগর ছাত্রদল নেতা রাফিউদ্দিন আহমেদ রিয়াদ প্রমুখ।
সমাবেশে মহানগর যুবদলের আহবায়ক মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, স্বাধীন বাংলাদেশেও আমরা পরাধীন নাগরিকের ন্যায় দুর্দশা ভোগ করছি। এ সরকার স্বৈরাচারী সরকারের চেয়েও জঘন্যতম সরকার। আমাদের এ আন্দোলন অব্যাহত রাখতে হবে। প্রয়োজনে আবারো দ্বিতীয় মুক্তিযুদ্ধের ডাক দিয়ে সরকারকে পতন ঘটাতে হবে। পুলিশি চাপ উপেক্ষা করেও মিছিল সমাবেশে নেতাকর্মীরা জড়ো হওয়ায় সবাইকে সাধুবাদ জানান খোরশেদ।