নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলা প্রশাসনের আয়োজনে শনিবার বিকেলে সার্কিট হাউজ প্রাঙ্গনে বসন্ত বরণ উৎসব উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত করা হয়েছে।
জেলা প্রশাসক মো: আনিছুর রহমান মিঞার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ একে এম আসনের সাংসদ সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-১ আসনের সাংসদ গোলাম দস্তগীর গাজী, সংরক্ষিত মাহিলা আসনের সাংসদ হোসনে আরা বাবলী, রুপগঞ্জ পৌর মেয়র হাসিনা গাজী, জেলা পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) এস এম নজরুল ইসলাম,(সার্বিক) গাউছুল আজম, (শিক্ষা ও আইসিটি) শাহীন আরা, জেলা পরিষদের প্রশাসক আব্দ বিকেএমইএ’র সাবেক সহ-সভাপতি মোহাম্মদ হাতেম, মহানগর আওয়াসীলীগের সভাপতি আনোয়ার হোসেন খান, সাংসদ সেলিম ওসমানের সহধর্মীনি নাসরীন ওসমান প্রমূখ
এসময় সাংসদ সেলিম ওসমান বলেন, আসলে ভালোবাসা কি, ভালোবাসা কাকে বলে ? ভালোবাসা একস্থানে থাকেনা, এর পরিবর্তন হয়। ভালোবাসতে হলে একে অপরকে সহযোগীতা করতে হবে। মানুষ হয়ে মানুষকে ভালোবাসা, আর এর নামই হচ্ছে ভালোবাসা আজ এক অনুষ্ঠানে ভালোবাসা কি সেটা দেখার সুযোগ পেলাম। মানুষকে ভালোবাসতে হবে কাছে টানতে হবে।