নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নারায়ণগঞ্জ সদর ও রুপগঞ্জের উপজেলার চার টি ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্ধিতায় নিবার্চিত হয়েছেন। নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে এম,সাইফুল্লাহ বাদল, আলীরটেকে মতিউর রহমান মতি, বক্তাবলী ইউনিয়নে মো: শওকত আলী এবং রুপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের রফিকুল ইসলাম রফিক বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া সদর উপজেলার তিনটি ইউনিয়নে পাচঁজন মেম্বার প্রার্থী বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।
নারায়ণগঞ্জ সদর উপজেলার ছয়টি ইউনিয়নে চেয়ারম্যান পদে বৈধ প্রার্থী ১১ জন, সাধারন ওয়ার্ডে মেম্বার প্রার্থী ২১৬ জন, এবং সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ৬০ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। কাশিপুর, আলীটেক, ও বক্তাবলীতে আওয়ামীলীগ প্রার্থী বিপরিতে কোন প্রতিদ্বন্ধি প্রার্থী না থাকায় তারা বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।
কায়েতপাড়া ইউনিয়ন পরিষদে আওয়ামীলীগ প্রার্থী বিরুদ্ধে কোন প্রতিদ্বন্ধি প্রার্থী না থাকায় রফিকুল ইসলাম রফিক বিনা প্রতিদ্বন্ধিতায় নিবার্চিত হয়েছেন। এছাড়া বাকি চারটি ইউনিয়নে আওয়ামীলীগ, বিএনপি, ও স্বতন্ত্র সহ মোট ১৭ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন।