নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ৩দিনব্যাপী নজরুল উৎসব-২০১৬ উপলক্ষে গতকাল বৃহস্পকিবার ২য় দিনে চাষাড়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজন করা হয়েছে কবিতা পাঠের অনুষ্ঠান।
উক্ত অনুষ্ঠানে নারায়ণগঞ্জের কবিসহ দেশের বরেণ্য কবিরা অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার সকাল থেকে কবিরা তাদের কবিতার মধ্য দিয়ে তুলে ধরেন কাজী নজরুল ইসলামের জীবন চিত্র। এছাড়াও আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৭তম জন্মদিন উপলক্ষে কবিরা বঙ্গবন্ধুকে নিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন।
না’গঞ্জে নজরুল উৎসবে কবিদের মিলন মেলায় কবিতা পাঠ করে কবি ইয়াদী মাহমুদ, কবি বনজিৎ কুমার, কবি জেবুন্নেসা হেলেন, কবি বদরুল আহসান, কবি মহিব আফনান, মো: দেলোয়ার হোসেন (ইসকত), বাপ্পি সাহা, মাহমুদ রিজভী, সোহাগ সিদ্দিকী, নাহিদা আশরাফি, অদ্রি আরিফ, সামসুল আলম বেলাল, মনজুর সিদ্দিকী, রাকিব চৌধুরী শিশির প্রমুখ।
বিকালে কবি ইয়াদি মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তরুণ কবি এমআর মিথুনের সঞ্চালনায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন মজিদ মাহামুদ। আলোচনা সভায় জাতীয় কবি নজরুল এর উপর অলোকপাত করেন বিভিন্ন জেলা থেকে আগত বরেণ্য কবি লেখকগণ। এদের মধ্যে ছিলেন-রহমান মাহবুব, এইচএম সিরাজ, আমিনুল ইসলাম ও নিউজ বিষের বাঁশী ডট কমের সম্পাদক সুভাষ সাহাসহ অন্যান্য কবি লেখকগণ। স্বাগত বক্তব্য রাখেন দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন। এ সময় উপস্থিত সম্মানিত অতিথিদের সম্মাননাপত্র ও উত্তরীয় পরিয়ে দেয়া হয়।
বিশিষ্ট সুরকার ও গীতিকার এসএ শামীমের পরিচালনায় মনোমুগ্ধকরস সঙ্গীত পরিবেশনার মধ্যদিয়ে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত ৩দিন ব্যাপী নজরুল উৎসবের ২য় দিনের সমাপ্তি ঘটে। এছাড়াও শহীদ মিনার প্রাঙ্গণে বই মেলারও আয়োজন করা হয়।