বিজয় বার্তা ২৪ ডট কম
আইন শৃঙ্খলাবািহিনীর কঠোর তৎপড়তার মধ্য দিয়ে নারায়ণগঞ্জে পালিত হচ্ছে ২য় দিনের কঠোর লকডাউন। শহরের প্রবেশ মুখগুলোতে চেকপোষ্ট বসিয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের সাথে কাজ করছে সেনাবাহিনী। সড়ক ও মহাসড়কে আজ লোক সমসগম ও পরিবহন কম চলাচল করতে দেখা গেছে। কিছুসংখক মানুষ ও রিকশা, প্রাইভেটকার সহ কিছু পরিবহন সড়কে চলাচল করতে দেখা গেছে। তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করছে আইনশৃঙ্খলাবাহিনী। প্রয়োজন ছাড়া বাইরের বের হওয়ার উপযুক্ত কারন দেখাতে না পারলে তাদের করা হচ্ছে মামলা ও জরিমানা। চলাচলরত মানুষকে মাস্ক পড়তে উদ্বুদ্ধ করছে জেলা প্রশাসন। এদিকে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হওয়ায় পোশাক কারাখানার শ্রমিকরা তাদের কর্মস্থলে যেতে বিপাকে পরেছে। তারা বৃষ্টি উপেক্ষা করে গন পরিবহন ও কারখানার পরিবহন ব্যবস্থা না পেয়ে পায়ে হেটেই গন্তব্যে যাচ্ছেন।
এদিকে নারায়ণগঞ্জে গত কয়েকদিন যাবৎ করোনা সংক্রমনের হার বেড়েই চলেছে। যেদিকে গড়ে প্রতিদিন ছিল ৪০ জনে সেখানে গড়ে প্রতিদিন হচ্ছে ১০০ জন আক্রান্ত। জেলায় তিনদিন যাবৎ কোন মৃত্যু নেই। জেলায় করোনা সংক্রমনের হার ৪৪. ৮৬ ভাগ।
তবে গত চব্বিশ ঘন্টায় ২৪৩ জনের নমুনা সংগ্রহের মধ্যে ১০৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। এই পর্যন্ত জেলায় মোট মৃত্যু ২২৩ জন ও মোট আক্রান্ত ১৪১৯৯ জন।