বিজয় বার্তা ২৪ ডট কম
শুক্রবার বিকাল ৩টায় মন্ডলপাড়া আলী আহম্মদ চুনকা সিটি পাঠাগারে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুহাম্মদ ওমর ফারুক এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জয়েন্ট সেক্রেটারি জেনারেল, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মুহাম্মদ আজিজুল হক, বিশেষ অতিথি ছদর, দীনি সংগঠন নারায়ণগঞ্জ জেলা আলহাজ্ব মাওলানা ছানাউল্লাহ নূরী, সাধারণ সম্পাদক আলী হোসেন কাজল মাষ্টার, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার আহবায়ক আলহাজ মুহাম্মদ কাজী সেকান্দার , সদস্য সচিব হযরত মাওলানা শেখ সাদী, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি হযরত মাওলানা মুফতি মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক মুহাম্মদ সুলতান মাহমুদ, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল হান্নান , ইসলামী শ্রমিক আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সভাপতি মোঃ মোতাহার হোসেন সরকার, সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম হাসান প্রমুখ ।
আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সদর, ফতুলা, রুপগঞ্জ, সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁ ও আড়াইহাজার উপজেলার সকল ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতৃবৃন্দ ।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আ. হা. মা. আলাউদ্দিন বলেন, ইসলামী শিক্ষানীতি প্রণয়ন ও বাস্তবায়ন ব্যতিত আদর্শ জাতী গঠন করা সম্ভব নয় । আদর্শ ও দক্ষ জাতী গঠনে ইসলামী শিক্ষার আনত শুদির কোনো বিকল্প নাই । ছাত্র আন্দোলনে প্রচলিত রাজনীতিতে বিশ্বাসী নয় । ইশা ছাত্র আন্দোলন – ছাত্র রাজনীতিতে নৈতিকতা, আদর্শ, শিক্ষা গৃহে শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং আদর্শ ও দক্ষ জাতিগঠনে বিজ্ঞান ভিত্তিক কর্মমুখী সার্বজনীন ইসলামী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বদা সোচ্চার ।
তিনি আরও বলেন, আজ সমাজে শিক্ষিত মানুষ তৈরি হচ্ছে কিন্তু আদর্শবান নাগরিক বা আদর্শবান মানুষ তৈরি হচ্ছে না । যার একমাত্র কারণ হলো ছাত্র সমাজের মাঝে ইলমে অহীর জ্ঞান না থাকা । ইলমে অহীর জ্ঞান না থাকলে সে পূর্ণাঙ্গ মানুষ হতে পারে না । যার প্রমাণ আমরা বাংলার সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছি । তিনি আরও বলেন শিক্ষানীতি ২০১০ ও শিক্ষা আই
আইন ২০১৬ বাতিল না হলে গন আন্দোলন গড়ে তোলা হবে । সাম্প্রতিক গুলশানে বিদেশী নাগরিকদের উপর হামলা ও শোলাকিয়া ঈদগাহে হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন সরকার কোন সন্ত্রাসী হামলা বা খুনের সঠিক তদন্ত বা বিচার করে না । এর মাধ্যমে এই প্রমানিত হয় যে সরকার নিজেই এ কাজের সাথে জড়িত । কোন ঘটনা ঘটলেই সরকার তা জঙ্গীবাত বলে ইসলামের দিকে ইঙ্গিত করেন । অথচ সকল সন্ত্রাসী হামলার সাথে জড়িত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা । সে দিকে কোন নজর নেই তাদের । তিনি আরও বলেন ইসলামে গুপ্ত হত্যা ও সন্ত্রাসবাদের কোন স্থান নেই । তিনি ইশা ছাত্র সমাজকে ইশা ছাত্র আন্দোলনে শরিক হয়ে স্বীয় জীবন কে আল্লাহর রং এ রঙ্গিন করার আহ্বান জানান ।
সভাপতির বক্তব্যে ওমর ফারুক বলেন, ইশা ছাত্র আন্দোলন চায় কলুষিত ছাত্র রাজনীতির পরিবর্তন করে আদর্শ ছাত্র রাজনীতি উপহার দিতে । আজকের ছাত্র আগামী দিনের ভবিষ্যৎ । তাই আমাদেরকে মেধার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে । এর জন্য পড়াশোনার বিকল্প নেই । শিক্ষা অঙ্গনে হানাহানি হল দখল বন্ধ করে ছাত্র সমাজকে দীনের পথে ফিরে আসার আহ্বান জানান । তিনি আরও বলেন শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত ধর্মীয় বইগুলোতে যে সব ভুল হয়েছে এ গুলো কোন সাধারণ ভুল না । তিনি এর জন্য তদন্ত কমিটি গঠন করে এদের বিচারের আওতায় আনার জোর আহবান জানান ।