বিজয় বার্তা ২৪ ডট কম
“কুরআন-সুন্নাহ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য”। আদর্শ, ঐতিহ্য, সংগাম ও সাফল্যের ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা ইসলামী ছাত্রসেনার ছাত্র সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয় । শনিবার সকাল ১০ টায় চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয় ।
নারায়ণগঞ্জ জেলা ইসলামি ছাত্রসেনা সভাপতি মো: রাহাত হাসানের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবায়ের, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ভাইস চেয়ারম্যান সৈয়দ জাহের শাহ্ মোজাদ্দেদী আল আবেদী(মা: জি: আ:), কেন্দ্রীয় পরিষদ ইসলামী ছাত্রসেনা সভাপতি এম. মনির হোসাইন, ইসলামী ছাত্রসেনা ছাত্র সমাবেশ ও র্যালি প্রস্তুতি কমিটি’র সচিব মো: রিদওয়ানুল ইসলাম নিবিড়, ইসলামী ছাত্রসেনা ছাত্র সমাবেশ ও র্যালি প্র¯‘তি কমিটি আহবায়ক মো: নোমান, সংবর্ধিত হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর হাজীগঞ্জ ইমামে রাব্বানী দরবার শরীফ সাহেবজাদা পীরজাদা আওলাদে রাসূল সৈয়দ মাহমুদ শাহ মোজাদ্দেদী আল-আবেদী, বিশেষ অতিথি ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এড.জাহাঙ্গীর আলম, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ অর্থ সম্পাদক এড. শহীদুল আলম রিজভী, নারায়ণগঞ্জ জেলা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ আহবায়ক মাওলানা শহীদুল ইসলাম আল-আবেদী, নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশ হিবুর রাসূল সাল্লাহু আলাইহী ওয়া সাল্লাম সভাপতি হাজী রহমতুল্লাহ সেন্টু ও প্রমুখ ।
প্রধাণ অতিথি’র বক্তব্যে অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবায়ের বলেন, আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি বাংলাদেশ সরকার ডিজিটাল গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে । যেখানে সন্ত্রাসবাদ, জঙ্গীবাদ, টেন্ডার, চাদাঁবাজি, মদক ও ইভটিজিং এর মতো জগণ্য কাজগুলোর থেকে মুক্ত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। নারায়ণগঞ্জের সর্বোআলোচিত ৭ খুন মামলার আসমীদের বিচারকার্য চালিয়ে যাচ্ছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন একটি সুষ্ঠ নির্বাচন উপহার দিয়েছেন। ঠিক সেই সময় আমরা আমাদের ছাত্রসেনার ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও র্যালী আয়োজন করতে পেরেছি।
তিনি আরো বলেন, বাংলাদেশ সরকার যেন তাদের সাথে পথ চলার স্থান করে দেন এবং ছাত্রসেনাকে একটি শক্তিশালী দলের স্বীকৃতি দিয়ে ইসলামকে শান্তিময় করার কাজে সুযোগ করে দেন। ইসলামী ছাত্রসেনা একটি আদর্শ মডেল হিসেবে কাজ করে যাচ্ছে। এই ইসলামী ছাত্রসেনার মাধ্যমে কারো কোন ক্ষতি কিংবা অন্যায়ের কাজ হয়েছে কেউ আঙ্গুল তুলে বলতে পারবে না। ইসলামী ছাত্রসেনার মূল লক্ষ্য সমাজে শান্তি প্রতিষ্ঠা করা ও কুরআন-সুন্নাহ আলোকে ইসলামকে প্রতিষ্ঠিত করা।
তিনি আরো বলেন, ইসলামী ছাত্রসেনা সন্ত্রাসবাদ, জঙ্গীবাদ, টেন্ডার, চাদাঁবাজি, মদক ও ইভটিজিং, ওহীবাদ ও জামাত শিবীরকে প্রশ্রয় দেয়না । তাই সুন্দর, মনোরম, নিবিড় শান্তিময়ের ছায়া তলে সবাই আসার আহবান যানাই।
পরিশেষে একটি বর্ণাট্য র্যালি বের করে নগরীতে গুরুত্বপূর্ন সড়ক ঘুওে প্রেস ক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত ভাবে দেশ ও জাতির জন্য দোয়ার মধ্য দিয়ে শেষ হয়।