বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে অপু সূত্রধর নামে এক অপহৃত ভিকটিম সহ ছিনতাইকারী চক্রের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ।
সোমবার গভীর রাতে কাশিপুরের হাটখোলা মাঠ এলাকা থেকে শীতলক্ষ্যা ফাঁড়ীর ইনচার্জ মিলন চন্দ্র বর্মন এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স সহ অভিযানে তাদের আটক করা হয়।
পরে মঙ্গলবার রাতে অপহৃত অপু সূত্রধর বাদি হয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। অপু সূত্রধর নারায়ণগঞ্জের আড়াইহাজারের আশরামপুর এলাকার বাসিন্দা মৃত সূখলাল সূত্রধরের ছেলে।
আটককৃতরা হলেন, নারায়ণগঞ্জের গলাচিপা এলাকার মৃত ওহাবের ছেলে মো. শরিফ (২৬) ও মো. আরিফ (২৮), বেপারীপাড়া এলাকার মৃত মন্টু মিয়ার ছেলে মো. সানি (২০), সোনারগাঁ উপজেলার বারুদী গ্রামের পরিমল চক্রবর্তীর ছেলে সুমন চক্রবর্তী (২০), বন্দরের চিতাশাল এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে রবিন (২০),মুুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি থানার জিতু মিয়ার ছেলে মো. সজিব (২২)।
সদর মডেল থানা ওসি আসাদুজ্জামান জানান, মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ অপহৃত ভিকটিম সহ ছিনতাইকারী চক্রের ৬ সদস্য আটক করা হয়। অপহরণকারীবৃন্দ বিভিন্ন মেয়েদের দিয়ে ফাঁদ পেতে মানুষকে আটক করে। তারপর নির্জন স্থানে নিয়ে পরিবার বা নিকট জনের কাছে ফোন করে মু্ক্তিপণ আদায় করে। শহরের উকিলপাড়া ও গলাচিপাসহ বিভি্ন্ন স্থানে এরা মোবাইল ফোন ছিনতাই করে। দীর্ঘদিন যাবৎ তারা এই ধরনের অপকর্ম করে আসছে। তাদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।