বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মঈনুল হক বলেছেন,নারায়ণগঞ্জে বিভিন্ন জায়গায় পরিবহনের নামে চাঁদাবাজি হচ্ছে । আমি চাঁদার টাকা খাই না । আমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কোন পুলিশ সদস্য কেউ কারোও থেকে চাঁদা টাকা খায় না । আর যদি কোন পুলিশ সদস্য চাঁদাবাজি করে তাহলে আমাকে বলবেন আমি নিজে তাকে চাঁদাবাজির মামলা দিয়ে দিবো ।
শনিবার সকাল ১১ টার দিকে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে পবিত্র মাহে রমজান ও ঈদ উল ফিতর উপলক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক মুক্ত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
তিনি বলেন, নারায়ণগঞ্জে বিভিন্ন জায়গায় পরিবহনের নামে চাঁদাবাজি হচ্ছে । যদি কোন সংগঠনের নামে টাকা আদায় করা হয় তাহলে তার বৈধ রিসিভ থাকতে হবে । তা নাহলে যারা এই পরিবহনের নামে চাঁদাবাজি করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে । কাঁচপুর, শিমরাইল, সাইনবোর্ড ও শহরের চাষাড়া, মেট্রো হল , ২ নং রেল গেইট ও নিতাইগঞ্জের মোড় এই জায়গায় গুলোতে যানজট বেশি হয়ে থাকে । তার মূল কারণ অবৈধ ভাবে রাস্তার পাশে গাড়ি রেখে এই যানজট সৃষ্টি করে । আর এই যানজট নিরসনে ইজিবাইক ও ব্যাটারি চালিত অটো রিকশা মূল সড়কে বন্ধ করতে হবে । যাত্রীবাহী গাড়ি গুলো নিজেদের ইচ্ছামত যেখানে সেখানে থামিয়ে যাত্রী উঠানো ও নামানো বন্ধ করতে হবে । তিনি আরো বলেন, মানুষের চলাচলের সুবিধার্থে রাস্তার পাশে ফুটপাথে ছাউনি দিয়ে কোন বেকারী ও খাবারের গুলো কে বসতে দেওয়া যাবে না । ঈদ কে সামনে রেখে অজ্ঞান পার্টি , মলম পার্টি ও ছিনতাই চক্র সক্রিয় । তাদের মূল টার্গেট হচ্ছে ব্যবসায়ী । কারন এ সময় বহু টাকার লেনদেন হয়ে থাকে । যদি কোন ব্যবসায়ী আমাদের কাছে সাহায্য চায় তাহলে পুলিশ তাকে সহায়তা করবে । আর ঈদ কে সামনে রেখে যাতে করে কোন জঙ্গিবাদ ও কোন অরজগতা সৃষ্টি না করতে পারে তার জন্য সবাই কে সজাগ থাকতে হবে ।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) মোঃ মোস্তাফিজুর রহমান, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মতিয়ার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক’সার্কেল) মোঃ শরফুদ্দীন, জেলা গোয়েন্দা শাখা ডিবি’র এসপি মাহমুদুল হক, জেলা পাবলিক প্রসিকিউটর এড. ওয়াজেদ আলী খোকন, নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল, বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি মোঃ হাতেম, ইয়ান মার্চ এসোসিয়েশনের সভাপতি মোঃ সোলায়মান, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক কাউসার আহমেদ পলাশ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, মহানগর জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্না, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শামসুজ্জামান , জেলা ট্রাক ট্রাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আনু, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব আলী, জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আরিফ দিপু, সিদ্ধিরগঞ্জ থানা কমিনিউটি পুলিশিং কমিটির সভাপতি মীর মোজ্জাম্মেল আলী, সোনারগাঁ থানা কমিনিউটি পুলিশিং কমিটির সভাপতি গাজী মজিবুর রহমান, নারায়ণগঞ্জ আটা ময়দা মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মন্টু প্রমুখ ।