নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের স্বাস্থ্য পরীক্ষা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে করা হয়েছে। তিনি ঢামেকের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. এনামুল করিমের তত্ত্বাবধানে আছেন।
শিক্ষক ও তার পরিবারের নিরাপত্তায় ওই বিভাগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বাড়ানো হয়েছে।
শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল থেকে তাকে ঢামেক হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য আনা হয়। মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন শ্যামল কান্তি ভক্ত।
হাসপাতাল সূত্রে জানা গেছে, এখানে আনার পর বিকেলের দিকে সিটি স্ক্যান, বুকের এক্স রে, ইসিজি, ব্লাড সুগারসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেন চিকিৎসকরা। শনিবার এসব পরীক্ষার ফল জানা যাবে। তখন বলা যাবে তার স্বাস্থ্যগত কোনো সমস্যা আছে কি না।
শ্যামল কান্তি ভক্ত শুক্রবার বিকেলে সাংবাদিকদের জানান, এর আগে তিনি একবার স্ট্রোক করেন। ওই সময় থেকে তিনি বিভিন্ন রোগে আক্রান্ত। আর ওই ঘটনার (লাঞ্ছনা) পর থেকে নিজেকে সামলে রাখতে পারছেন না। ওই দৃশ্য যেন তাকে প্রতিনিয়ত তাড়া করে। মাঝেমধ্যে মাথা ব্যথা করে। মনে হয়, তারা যেন আবার আসছে।
তার পাশেই ছিলেন স্ত্রী সবিতা হালদার। তাদের নিরাপত্তার জন্য নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের সঙ্গে শাহবাগ থানা থেকে এএসআই মিজানুর রহমান মিজানের নেতৃত্বে ৫ সদস্যের একটি দল মোতায়েন করা হয়েছে। তিনি যতদিন চিকিৎসাধীন থাকবেন ততদিন এ নিরাপত্তা দেওয়া হবে বলে মিজান জানান।
ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত ১৩ মে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে মারধর করে একদল লোক। পরে স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমানের উপস্থিতিতে তাকে কান ধরিয়ে ওঠ-বস করানো হয়।
দেশজুড়ে ওই ঘটনার প্রতিবাদ ও দোষীদের বিচার দাবির মধ্যেই গত মঙ্গলবার ওই শিক্ষককে চাকরিচ্যুত করে স্কুল কর্তৃপক্ষ।
শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার ঘটনায় সেলিম ওসমানসহ জড়িতদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে বুধবার রুল জারি করেন হাইকোর্ট। এরপর বৃহস্পতিবার প্রধান শিক্ষক পদে শ্যামল কান্তি ভক্তকে বহাল রেখে স্কুল পরিচালনা পর্ষদ বিলুপ্ত ঘোষণা করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।