নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মোট ৫টি ইউনিয়ন পরিষদে আজ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। চেয়ারম্যান পদে ২৮ জন, মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৩ শতাধিক প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ৫৬ টি কেন্দ্রে ১ লাখ ১০ হাজার ৬শ ৭৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। জেলা নির্বাচন কমিশন সূত্র জানায়, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ২৭ জন ম্যাজিষ্ট্রেট, ১৭৬০ জন পুলিশ, ১৪০ জন বিজিপি, এবং প্রতি কেন্দ্রে ১৫ জন করে আনসার সদস্য নিয়োগ করা হয়েছে। সবগুলো কেন্দ্রই অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করছে নির্বাচন কমিশন।
গুরুত্বপূর্ণ প্রার্থীদের তালিকা:
কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ: নৌকা প্রতীকে জাহাঙ্গির আলম, ধানের শীষ প্রতীকে মহিউদ্দিন শিশির, লাঙ্গল প্রতীকে দেলোয়ার প্রধান।
বন্দর ইউনিয়ন পরিষদ: নৌকা প্রতীকে রফিকুল ইসলাম, ধানের শীষ প্রতীকে পারভেজ খান, লাঙ্গল প্রতীকে এহসান উদ্দিন আহমেদ।
মদনপুর ইউনিয়ন পরিষদ: নৌকা প্রতীকে আব্দুস সালাম, আনারস প্রতীকে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আশরাফুল আলম, ধানের শীষ প্রতীকে মাজহারুল ইসলাম হিরণ ভুইয়া ।
ধামগড় ইউনিয়ন পরিষদ: নৌকা প্রতীকে মাসুদ আহমেদ, আনারস প্রতীকে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আলমাছ ভুইয়া, ধানের শীষ প্রতীকে মাসুদ রানা, লাঙ্গল প্রতীকে কাল হোসেন।
মুছাপুর ইউনিয়ন পরিষদ: নৌকা প্রতীকে আব্দুল কাদির , লাঙ্গল প্রতীকে মাকসুদ হোসেন ।