বিজয় বার্তা ২৪ ডট কম
বিপুল উৎসাহ ও আনন্দঘন পরিবেশে নারায়ণগঞ্জে শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে। এতে কেউ যদি বিশৃংখলা সৃষ্টি করার চেষ্টা করা হয় তাদের বিরুদ্ধে কঠোর ভাবে ব্যবস্থা নেয়ার হুশিয়ারী উচ্চারন করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ফতুল্লা সার্কেলের সহকারী কমিশনার (ভুমি) নাহিদা বারিক। তিনি বলেন, নারায়ণগঞ্জের প্রশাসন সোচ্চার রয়েছে। পূজামন্ডবে সব ধরনের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা তদারকি করছেন। শান্তিপূর্ন ভাবে পূজা উদযাপন করার জন্য সবাইকে উৎসাহিত করেন এবং পূজামন্ডবের নেতৃবৃন্দদের সাথে আলোচনা করে সার্বিক বিষয় নিয়ে খোজখবর নেন। রোববার রাতে নারায়ণগঞ্জ শহরের পূজামন্ডপ পরিদর্শন করে নাহিদা বারিক এসব কথা বলেন।
এদিকে এসিল্যান্ড নাহিদা বারিক শহরের আমলপাড়াসহ আশে পাশের কয়েকটি পূজামন্ডপ পরিদর্শ করেন। এছাড়া তিনি পূজামন্ডপের নেতৃবৃন্দদের সাথে আলোচনা করে বলেন, নিরাপত্তার কোন সমস্যা হলে তাৎক্ষনিক ভাবে আইনশৃংখলা বাহিনীর সদস্যদের অবগত করার জন্য আহবান করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তাসহ পূজামন্ডপের নেতৃবৃন্দ।