নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জে নজরুল উৎসব উপলক্ষ্যে সংকলনে লেখা পাঠানোর সময় বাড়লো ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। অমর একুশে গ্রন্থমেলায় ব্যস্ত লেখক-কবি-সাহিত্যেকদের অনুরোধে এই সময় বাড়ানো হয়েছে বলে তাদের এক বিজ্ঞপ্তির মাধমে জানানো হয়।
বইমেলা এবং নানা ব্যস্ততায় অনেকেই এখনো নিবন্ধন কিংবা সংকলনে লেখা পাঠাতে পারেনি। তাই সময় বাড়ানোর অনুরোধ করলে উদযাপন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সংকলনে লেখা গ্রহণের সময় ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধিত হয়েছে।
উৎসব উপলক্ষে প্রকাশিতব্য সংকলনে ’সৃষ্টি সুখের উল্লাসে’ লেখা প্রকাশ এবং উৎসবে যোগদান করতে আগ্রহীদের নাম নিবন্ধন করে গল্প, কবিতা, প্রবন্ধ, নিবন্ধ kabitarcompass@gmail.com ইমেইলে পাঠাতে পারবেন। যদিও উৎসবে যোগদানের জন্য নিবন্ধন বাধ্যতামূলক নয়৷ তবে নিবন্ধনকৃত লেখকদের লেখা সংকলনে প্রকাশ পাবে এবং উৎসবে কবিতা পাঠের সুযোগ থাকবে বলে জানা যায়।
‘দ্রোহ প্রেম সাম্য মানবতায় কবিতা’ স্লোগানকে ধারণ করে নারায়ণগঞ্জে তিন দিনব্যাপী পালিত হবে ‘নজরুল উৎসব ২০১৬’। ১৬ থেকে ১৮ মার্চ তিন দিনব্যাপি বই মেলা ও নানা আয়োজন।
গত বছরের মতো এবারো উৎসবে যোগ দেবেন দেশ-বিদেশ থেকে আগত কবি-সাহিত্যিকগণ৷