নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জের পশ্চিম দেওভোগ পানির ট্যাংকি এলাকায় একটি ৪ তলা ভবন হেলে পড়েছে।
রবিবার রাত ২ টায় ভবনটি পাশের ভবনের ওপর হেলে পড়ে। এসময় ভবন থাকা মানুষ গুলো ভবন থেকে রাস্তায় নেমে আসে।
পরে সোমবার ভোরে এ ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে যান এবং ভবনের সব বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসেন।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন সাংবাদিকদের জানান, ভবনটির দোতলা পর্যন্ত একটি ক্লিনিক আছে। তার ওপরে বাসা। ক্লিনিকের রোগী ও ভাড়াটিয়াসহ ভবনের সবাইকে সরিয়ে নেয়া হয়েছে।
হেলে পড়া ভবনটি কতোটা ঝুঁকিপূর্ণ তা বিশেষজ্ঞরা পরীক্ষা করার পরেই বোঝা যাবে বলে জানান তিনি।
ফায়ার সার্ভিস সদর দফতর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, ভবনের একটি মাটিতে দেবে গেছে। যেকোনো সময় ধসে পড়তে পারে।
এসময় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার ড. মহিদউদ্দিন. অতিরিক্ত জেলা প্রশাসক গাউছুল আজম, স্থানীয় কাউন্সিলর মো. মনিরুজ্জামান মনির ঘটনাস্থল পরিদর্শনে আসেন।