বিজয় বার্তা ২৪ ডটকম
নারায়ণগঞ্জের উন্নয়নে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বললেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।
রবিবার সকাল ১০ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় তিনি এসব কথা বলেন । তিনি বলেন, কে আওয়ামী লীগ কে বিএনপি তা দেখার বিষয় না আমরা সবাই জনপ্রতিনিধি। সুতরাং জনগণের উন্নয়ন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, নারায়ণগঞ্জে আন্তর্জাতিক স্টেডিয়াম ও লিংক রোড করেছি। আর এখন দরকার একটি মেডিকেল কলেজ হাসপাতাল।
তাও হয়ে যাবে তার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তা হলো সবকিছুই সম্ভব হবে।
এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রাব্বী মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা সিভিল সাথে সাজন মো. এহসানুল হক, স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো. আলী আকবর, জেলা অতিরিক্ত পুলিশ সুপার(ক-সাকেল) মো. শরফুদ্দিন, জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা খালেদ মামুন চৌধুরী, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তাজমীন জেবিন বিনতে শেখ, বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা মৌসুমী হাবীব, বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহাজাহান প্রমূখ।