বিজয় বার্তা ২৪ ডট কম
জঙ্গি দমন এবং মাদক ব্যবসা রোধে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেছেন নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মঈনুল হক।
বৃহস্পতিবার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে পরিচিতি সভায় তিনি এ আহবান জানান। মঈনুল হক দীর্ঘ সাড়ে ৩ বছর ময়মনসিংহের পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন। বুধবার রাতে তিনি নারায়ণগঞ্জের পুলিশ সুপার পদে যোগদান করেন এবং আজ গণমাধ্যম কর্মীদের সঙ্গে পরিচিতি সভার আয়োজন করেন। তিনি সদ্য বিদায়ী পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিনের স্থলাভিষিক্ত হলেন।
মঈনুল হক বলেন, নারায়ণগঞ্জকে সুন্দর করে গড়ে তুলতে যে যার অবস্থান থেকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করবেন। তথ্য দাতার পরিচয় গোপন রাখা হবে।
পরিচিতি সভায় নবাগত পুলিশ সুপার মঈনুল হক ছাড়াও, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মতিয়ার রহমান, নবাগত অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফারুক হোসেন, সহকারী পুলিশ সুপারবৃন্দ, ৭ থানার ওসি, ডিবি পুলিশের ওসিসহ জেলা পুলিশে কর্মরত বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিচিতি সভায় নারায়ণগঞ্জে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের জেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।