বিজয় বার্তা ২৪ ডট কম
“দলমত যার যার, নারায়ণগঞ্জ জেলা সমিতি সবার” এই শ্লোগাণকে সামনে রেখে রাজধানীর প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁয়ের সুন্দর ও মনোরম পরিবেশে অনুষ্ঠত হয়েছে নারায়ণগঞ্জের এলিট শ্রেণীর ব্যাক্তিদের মিলনমেলা।
সোমবার সন্ধ্যা ৬টায় সুরমা মিলনায়তনে নারায়ণগঞ্জ জেলা সমিতির ব্যানারে এ মিলনমেলাটি অনুষ্ঠিত হয়। বিআরটিসির চেয়ারম্যান তথা নারায়ণগঞ্জ জেলা সমিতি, ঢাকা-এর আহবায়ক মোঃ মিজানুর রহমানের আহবানে এতে অংশ নেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী, রূপগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দাস্তগীর গাজী (বীরপ্রতীক), প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিব মোঃ শামীম চৌধুরী, নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব এস এম আকরাম, আড়াইহাজার-২ আসনের সাবেক সাংসদ এমদাদুল হক ভূইয়া, আতাউর রহমান খান আঙ্গুর, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এড, মাহাবুবুর রহমান মাসুম, সাবেব জাতীয় ফুটবলার আশরাফউদ্দিন আহমেদ চুন্নু, তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী, বিশিষ্ট শিল্পপতি বজলুর রহমান, নুরুজ্জামান খান, আলহাজ্ব মোঃ চান মিয়া, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ, এড. এবি সিদ্দিক, আবু হানিফ হৃদয়সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
বক্তব্য রাখতে গিয়ে নাসিক মেয়র ডাঃ সেলিনা হায়াাৎ আইভী বলেন, আর কিছু না পারলেও নারায়ণগঞ্জকে পজেটিভ নারায়ণগঞ্জে রূপান্তরিত করতে হবে। এক সময় নারায়ণগঞ্জকে চুন্নু ভাই, মুন্নার নারায়ণগঞ্জ বলা হতো বর্তমানে তা যেন হারিয়ে যেতে চলেছে। নারাযণগঞ্জের অনেক মানুষ নিজের জেলায় ব্যবসা করতে পারছেন না। সবার মধ্যে সাহস সৃস্টি করতে। নারায়ণগঞ্জে এতো শিল্পপতি এতো ব্যবসায়ী অথচ নারায়ণগঞ্জে একটি মেডিক্যাল ইউনিভার্সিটি নেই। এ থেকে আমাদের উঠে আসতে হবে। ডাঃ আইভী আরো বলেন, নারায়ণগঞ্জ জেলা সমিতির মাধ্যমে উন্নয়নমূলক কাজের ব্যাপ্তি ঘটনাো সম্ভব। বিভিন্ন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা, ডিরেকটরী, নারায়ণগঞ্জের ইতিহাস-ঐতিহ্য নিয়ে কাজ করার আহবান জানাই।
পরিশেষে এতে দোয়া পরিচালনা করেন মাওলানা জয়নাল আবেদীন যুক্তিবাদী।