নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ আইন কলেজের পক্ষ থেকে শনিবার সকালে চাষাঢ়া বিজয় স্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, অধক্ষ এড. মোঃ সাখওয়াত হোসেন ভূইয়া, প্রভাষক এড. রবিউল আমিন রনি, আইন কলেজের ছাত্রছাত্রীদের আস্খাভাজন ও রাজপথের উদ্যমী ছাত্রনেতা এমএম হাসান, আমজাদ হোসেন,বদিউজ্জামান, শাহাদাত, রাজিব, ফারুক, জুয়েল,জাহিদ, রুবেল, মিলি,মনিরা সনিয়া, শিমু,উর্মী,তন্নি, রুহুল,আবদুল্লাহ,সেলিম ও অনান্য ছাত্র-ছাত্রীবৃন্দ।