নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
ড. খন্দকার মহিদ উদ্দিনকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার থেকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিশনাল ডিআইজি) করা হয়েছে।
মঙ্গলবার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মহিদ উদ্দিনসহ আরো ২৭ পুলিশ সুপারের পদোন্নতির কথা জানানো হয়।
ড. খন্দকার মহিদ উদ্দিন তার অনুভূতির কথা জানান, আমি যেখানেই থাকি নিজের দায়িত্বটি যেন ভালো ভাবে পালন করতে পারি। এসময় তিনি নারায়ণগঞ্জবাসী সহ সকল সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক শুভেচ্ছা জানান।
জানাগেছে,কয়েকদিন আগে পুলিশের ১৮ জন এডিশনাল ডিআইজিকে পদোন্নতি দিয়ে ডিআইজি করা হয়।
উল্লেখ্য, ২০১৪ সালের এপ্রিলে নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনার পর ড. খন্দকার মহিদউদ্দিনকে নরসিংদী থেকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার পদে নিয়োগ দেওয়া হয় ।