নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নবীগঞ্জে ১শ’ ৩০ বছরের পুরনো ঐতিহ্যবাহী ৪৬ নং কদম শরীফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবধারিত সমস্যা দূরীকরণের লক্ষ্যে সোমবার বিকেল ৪টায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দের সঙ্গে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের স্থানীয় ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধাণ শিক্ষকের কার্যালয়ে অনুষ্ঠিত মত বিনিময় সভায় ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ ৪৬ নং কদম শরীফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি ছাত্র-ছাত্রীদের স্থান সংকুলান এবং বেঞ্চ ও চেয়ার টেবিল সংকটসহ নানামুখী সমস্যার বিষয়াদি উপস্থাপন করেন। সভায় জায়গা সংকুলানের বিষয়টিতে বেশি গুরুত্ব দেয়া হয়। এ সময় কাউন্সিলর আফজাল হোসেন কদমরসুল দরবার শরীফের মোতওয়াল্লীসহ অন্যান্যদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে বিদ্যালয় ভবনটি অন্যত্র স্থানান্তরের জন্য পরামর্শ দেন। প্রয়োজনে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব একেএম সেলিম ওসমানের স্মরনাপন্ন হতে হবে। মতবিনিময় সভায় আফজাল হোসেন ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিথ ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সামসুজ্জামান জামান,দাতা সদস্য মোঃ সিরাজুল ইসলাম সিরাজ,নিলু বেগম,সহ-সভাপতি মওদুদা বেগম,মোয়াজ্জেম হোসেন,প্রধাণ শিক্ষিকা নূর আক্তার,সহকারি শিক্ষিকা রেহেনা বেগম,নাজমা বেগম,উম্মে সালমা,সেলিমা আক্তার,শারমিন আক্তার,কাউন্সিলরের পিএস আমির হোসেন,মোঃ আলী মিয়া প্রমুখ। উল্লেখ্য,নবীগঞ্জ কদমরসুল দরবার শরীফের নিজস্ব আড়াই একর সম্পত্তির উপর বিগত ১৮৮৬ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। যদিও ২০০৩ সালে সরকারিভাবে নতুন ভবন নির্মাণ হলেও শিক্ষার্থী অনুপাতে শ্রেণীকক্ষ এবং বেঞ্চ ও টেবিলসহ আসবাবপত্র সংকট দেখা দেয়। নানা সংকটাপন্নের মধ্যে বিদ্যালয়ের প্রতিবছর পাশের হার শতভাগ অর্জণ হয়ে থাকে। এ ব্যাপারে জনৈক অভিভাবক জানান,বিদ্যালয়টি দীর্ঘ দিন ধরেই অবহেলিত অবস্থায় পড়ে আছে এটি উন্নয়নে কারো কোন গুরুত্ব নেই। এর আগে দরবার শরীফের মোতওয়াল্লীসহ সংশ্লিষ্টদের কাছে আবেদন করা হয়েছে। কিন্তু দুর্ভাগ্য সে বিষয়টি অদ্যাবধি কার্যকর হয়নি। ফলে বেহাল অবস্থায় ঠায় দাড়িয়ে আছে প্রতিষ্ঠানটি। বিষয়টি স্থানীয় সাংসদ আলহাজ্ব সেলিম ওসমানের গোচরে আসা উচিত।