বিজয় বার্তা ২৪ ডট কম
নতুন ২০ হাজার কোটা আনার মাধ্যমে হজযাত্রী পাঠানোর দাবি জানিয়েছে হাব সমন্বয় পরিষদ। পাশাপাশি তারা ধর্ম মন্ত্রণালয় গঠিত ৯ সদস্যের কমিটি বাতিলের দাবি জানিয়েছে।
রোববার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এই দাবি জানান।
তারা বলেন, আরো ২০ হাজার লোকের হজ কোটা বরাদ্দের দাবি না মানলে মঙ্গলবার সকালে এহরামের কাপড় পড়ে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান ধর্মঘট করবেন তারা।
নেতারা বলেন, ২৮ জুলাই সরকারি কোটা বেসরকারি কোটায় পরিবর্তন করা স্বত্তেও ৪ হাজার ৮০০ কোটা পূরণ করতে প্রায় ২০ দিন লেগেছে । তাদের কোটা বাণিজ্য ও সিন্ডিকেটের কারণে বর্তমানে ৩০ টি ফ্লাইট বাতিল হয়েছে। এই সংকটের জন্য ৯ সদস্যের কমিটি দায়ী। তাদের অবহেলার কারণে হজযাত্রী পাঠানো বিলম্বিত হচ্ছে। এই কমিটি ১ হাজার ৭০০ বেসরকারি কোটা বিক্রি করেছে। এই কমিটির কার্যক্রম স্থগিত করার দাবি জানান তারা।
হাব সমন্বয় পরিষদের সদস্য সচিব রেজাউল করিম উজ্জ্বল বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে দুর্নীতিবাজ কমিটি বাতিল এবং নতুন ২০ হাজার কোটা আনার মাধ্যমে হজযাত্রী পাঠানোর ব্যবস্থা না করলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।
হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)- এর বিরুদ্ধে অভিযোগ তুলে সংবাদ সম্মেলনে জানানো হয়, হাব ৭০০ টাকার ব্যাগ ১৯০০ টাকা করে নিয়ে প্রায় ১৩ কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
নতুন ২০ হাজার কোটা বরাদ্দের পাশাপাশি থার্ড ক্যারিয়ার উন্মোচন করে সকল হাজী পাঠানোর ব্যবস্থা করা, ধর্ম মন্ত্রণালয় গঠিত ৯ সদস্যের কমিটি বাতিল, ব্যাগ বাণিজ্যের ১৩ কোটি টাকা এজেন্সির মালিকদেরকে ফেরত এবং ১৭০০ হজযাত্রী অবৈধ বণ্টনের ক্ষেত্রে যে ঘুষ কেলেংকারী হয়েছে তার তদন্ত ও বিচারের দাবি জানায় সংগঠনের নেতারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের আহবায়ক রুহুল আমিন মিন্টু, সহ সভাপতি গোলাম আহমেদ, যুগ্ম সম্পাদক মুজিবুল হক।