বিজয় বার্তা ২৪ ডট কম
নতুন রূপে বাজারে আসছে কবি, ভাষাচিত্রিক, সাংবাদিক রমজান বিন মোজাম্মেল সম্পাদিত দুই বাংলায় জনপ্রিয় ‘পাক্ষিক পুরাতন পাতা’ পত্রিকা। প্রস্তুতি অনুযায়ী ১ অক্টোবর থেকে আবার পাঠকের হাতে দেখা যাবে প্রত্রিকাটি। তবে একটু ভিন্ন রূপে। জানা গেছে, সে লক্ষ্যেই চূড়ান্ত প্রস্তুতি প্রায় সম্পন্ন।তবে বর্তমানের কর্মকর্তা কর্মচারীর রদবদল হওয়ার সম্ভাবনা রয়েছে বলে পত্রিকাটির সম্পাদক নিশ্চিত করেন। অার সেই কারনেই নতুন করে জনবল নিয়োগ দেওয়া হবে বলে এ কথা জানিয়েছেন এবং পাক্ষিক পুরাতন পাতা পত্রিকাটির নির্বাহী সম্পাদকের দায়িত্বে অাসছেন, বিশিষ্ট শিক্ষাবিদ হ্যাপী অাফরোজ। এ ছাড়াও পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক রমজান বিন মোজাম্মেল অারও জানান, অল্প কিছুদিনের মধ্যেই পুরাতন পাতা সাহিত্য সাংস্কৃতি সংসদ- নামে দুই বাংলার খ্যাতিমান সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিদের সমন্ময়ে কমিটি ঘোষনা করা হবে। পাশাপাশি পত্রিকাটির পাঠক ফোরামও গঠন করা হবে বলেও নিশ্চিত করেন।