বিজয় বার্তা ২৪ ডট কম
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকায় সমাবেশের অনুমতি না দেয়ার প্রতিবাদে নারায়ণগঞ্জে নগর বিএনপির বিক্ষোভ কর্মসূচি পালনে বাধা দিয়েছে পুলিশ।
সোমবার (১৪ নভেম্বর) বিকাল ০৩টায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে শহরের ডি.আই.টি রোডস্থ জেলা ও নগর বিএনপির প্রধান কার্যালয়ের সামনে নারায়ণগঞ্জ নগর বিএনপি বিক্ষোভ সমাবেশ শুরু করে। এ সময় সকাল থেকে বিএনপি কার্যালয় ঘেরাও করে রাখা পুলিশ নেতাকর্মীদের হাত থেকে ব্যানার কেড়ে নেয় ও উপস্থিত নেতাকর্মীরা সমাবেশস্থল ত্যাগ না করলে গ্রেফতারের হুমকি দেয়। উপস্থিত নেতৃবৃন্দ পুলিশের এই আচরনের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, এই অগনতান্ত্রিক আচরনের জন্য এই অবৈধ আওয়ামী সরকারকে একদিন জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে।
নারায়ণগঞ্জ নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেন, আজ সকাল থেকেই পুলিশ আমাদের কার্যালয় অবরুদ্ধ করে রাখে। নেতাকর্মীরা যাতে কার্যালয়ের সামনে এসে কর্মসূচিতে অংশগ্রহন করতে না পারে সেই কারনেই পুলিশ এই ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে। আমরা জেল-জুলুম, নির্যাতনকে ভয় পাই না বলেই কার্যালয়ের সামনে এসে তাদের এই ন্যাক্কারজনক আচরনের প্রতিবাদ করে গেলাম। আজ গ্রেফতার ও নির্যাতনের ভয়কে তুচ্ছ করে যারা এই বৈরী পরিবেশে সমাবেশস্থলে এসেছেন তাদেরকে জানাই সংগ্রামী অভিনন্দন।
এসময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নগর বিএনপির সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট জাকির হোসেন, গার্মেন্টস শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি নূর মোহাম্মদ, বিএনপি নেতা নূর ইসলাম নূরু, আবুল হোসেন, মহানগর যুবদল নেতা ডা. মঞ্জুরুল আলম মুসা, মহানগর ছাত্রদল নেতা মাকিদ মোস্তাকীম শিপুল, শ্রমিক নেতা মোঃ জুলহাস, মোঃ রাসেল প্রমুখ।