বিজয় বার্তা ২৪ ডট কম
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র আরাফত রহমান কোকের ৪৭তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল এর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ আগষ্ট) সকাল ১১টায় শহরের ডিআইটি রোডস্থ জেলা ও মহানগর বিএনপির প্রধান কার্যালয়ে এই মিলাদ ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।
এ সময় মরহুম আরাফাত রহমানের আত্মার মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ করা হয়। দোয়া মাহফিলের মুনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সব সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন, দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক, মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মনির মল্লিক, মহানগর যুবদলের মঞ্জুরুল আলম মুসা, মহানগর ছাত্র দলের মাকিদ মোস্তাকিম শিপলু।
বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন মোঃ নুরুজ্জামান, আব্দুর রব, মোঃ ওয়াসিম, আব্দুল মান্নান প্রমুখ।