বিজয় বার্তা ২৪ ডট কম
নগরের ভদ্র সভ্যতার চাদরে মোড়ানো
জ্যান্ত মানব মানবি যেন যন্ত্রে জড়ানো
প্রিয়তমা যেন আজ নির্বাক,
তার অশ্রু কেউ মোছে না।
বৃক্ষডালি গুলো মৃত প্রায়,
তার আর্তনাদ কেউ শোনে না,
পাখিদের আশ্রয়স্থল যেন ক্ষীণ প্রায়।
অভিশাপে অভিশপ্ত এ সমাজ,
তার মুকুট যেন কেনা সম্পদ।
মৃত্তিকাও মুখ ফিরিয়ে নেবে
হয় তো কোন একদিন
ফসলের ক্ষেত শূন্য হবে।
রাখালে বাঁশির করুন সুর
অভিশাপ দিবে তোমাদের।
কংকৃটে কংকৃটে ছেয়ে যাবে
নগরের সমস্ত অলিগলি,
গ্রামীন আকা বাকা সব পথ
কোথাও কোন মাটি নেই।
গোরস্তান গুলো বিক্রি হয়েগেছে
বহু আগে।
তোমরা জানোনা হয়তো ভুলে গেছো
বাতাসে বিষাক্ত শিশা ওড়ে।
বাতাস তার গতি বদলিয়েছে
নিজের জন্যে।তোমরা বসে থাকো,
আমি চললাম, কোন এক নিবীড়ে
যেখানে মানুষ অভিশপ্ত নয়।