বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সদর থানার গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওশেদ আলীর উপর হামলা চালিয়ে তাকে হত্যার চেষ্টা করেছে স্থানীয় এলাকার সন্ত্রাসীরা! সন্ত্রাসীদের হাতে হামলার স্বীকার হয়ে গুরুতর আহত অবস্থায় শহরের নবাব সলিমুল্লা রোডে অবস্থিত মেডিহোপ হাসপাতালের চতুর্থ তলার ৪০৩নং কক্ষে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
শনিবার (৩১মার্চ) সকাল ১১টায় নারায়ণগঞ্জ সদর থানার গোগনগর ইউনিয়ন পরিষদের ক্রাউন সিমেন্ট ফ্যাক্টরী সামনে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ঘটনার স্বীকার গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওশেদ আলী জানান, শনিবার সকাল ১১টার দিকে স্থানীয় ইউনিয়নের ক্রাউন সিমেন্ট ফ্যক্টরীর ম্যানেজার নজরুল ইসলাম তাকে ফোন করে জানান, কিছু লোক ফ্যাক্টরীর সামনে মাল লোড আনলোড করার সময় বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে আপনি একটু আসেন। পরে তিনি ঘটনাস্থলে গেলে স্থানীয় এলাকার (সাবেক মেম্বার) দৌলত মেম্বারের ছেলে কাশেম, জুলহাস মেম্বারের ছেলে তাওলাদ হোসেন, সুমন সহ অজ্ঞাত আরো ১৫/২০ জন সন্ত্রাসী তার উপর চড়াও হয়। এ সময় তিনি জানতে চান এখানে কি চাও তোমরা? তার কথার কোন উত্তর না দিয়ে সন্ত্রাসীরা তাকে দেশীয় অস্ত্র, লোহার রড, হকিষ্টিক ও লাঠি দিয়ে পিটিয়ে মাটিতে ফেলে এলোপাথারীভাবে মারতে থাকে। এ সময় তার ডান হাতের উপরের অংশে, হাতে, পিঠে ও ঘাড়ে মারাতœক ভাবে আঘাত প্রাপ্ত হন। পরে স্থানীয় এলাকাবাসি তাকে উদ্ধার করে শহরের নবাব সলিমুল্লা রোডে অবস্থিত মেডিহোপ হাসপাতালে নিয়ে ভর্তি করান।
তিনি আরো জানান তাকে হত্যার উদ্দেশ্যেই এই পরিকল্পিত হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল ইসলাম পিপিএম জানান, এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।