নওগাঁ,বিজয় বার্তা ২৪
নওগাঁর রানীনগর উপজেলায় রেল লাইনের পাশ থেকে শহীন (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। শাহীন রানীনগর উপজেলার কুজাইল গ্রামের মতিয়ারের ছেলে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে রানীনগর উপজেলার গোনা এলাকার সান্তাহার-ঈশ্বরদী রেললাইনের পাশ লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, সকালে রেললাইনের পাশে শাহীনের দ্বিখন্ডিত লাশ পড়ে থাকতে দেখতে পাওয়া যায়। পরে থানায় খবর দেয়া হয়।
সান্তাহার রেলওয়ে জিআরপি পুলিশ ফাঁড়ির এসআই আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশটি উদ্ধার চলছে। ধারণা করা হচ্ছে, ওই যুবক রেলে কেটে আত্মহত্যা করে থাকতে পারে।
এ ঘটনায় সান্তাহার জিআরপি থানায় একটি মামলা দায়ের করা হবে বলে জানান এসআই আসাদ।