নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
অবশেষে বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের আওয়ামীলীগের প্রার্থী নির্ধারণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সোমবার বিকেল ৪টায় নিরব কাউন্সিলিংয়ের মাধ্যমে সর্বোচ্চ ভোট সংগৃহিত করে নৌকা প্রতীক লড়াইয়ে বিজয়ী হয়েছেন থানা আওয়ামীলীগের সদস্য দাবীদার সুযোগ সন্ধানী নেতা আলমাস ভূইয়া। মাত্র ১ ভোট কম পেয়ে দলীয় প্রতীক লাভে ব্যার্থ হয়েছেন বন্দর থানা যুবলীগের ত্রাণ ও পূর্নবাসন বিষয়ক সম্পাদক আলহাজ্ব মাসুম আহমেদ। সোমবার বিকেল ৩টা হতে সন্ধা সাড়ে ৬টা পর্যন্ত স্থানীয় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ওই কার্যক্রম পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশীদ,বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল লতিফ ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সদস্য বীরমুক্তিযোদ্ধা ওসমান গণি। ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর তথা ধাগড় ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর থানা আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক এম এ রউফ,বন্দর থানা শ্রমিকলীগের সভাপতি মোজাম্মেল হক,সহ-সভাপতি আহাম্মদ আলী,আওয়ামীলীগ নেতা আব্দুল আউয়াল বাচ্চু,মজিবুর রহমান,নবীর হোসেন মেম্বার,হাজী নাসিরউদ্দিন,হাজী আলী হোসেন,ধামগড় ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক আক্তার হোসেন,ধামগড় ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ফজলুল হক ফজল,৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ মনির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। সর্বমোট ৬২জন কাউন্সিলরের মধ্যে ৫৬ জন কাউন্সিলর নৌকার প্রার্থী নির্বাচনে অংশ নেয়। এতে একটি মাত্র ভোট বাতিল হয়। ৫৫টি ভোটের মধ্যে আলমাস সর্বোচ্চ ২৮ ভোট পেয়ে আওয়ামীলীগের প্রার্থীতার সম্ভাবনা উজ্জল করে। মাত্র ভোট কমপেয়ে জয়লাভে ব্যার্থ হন মাসুম। ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণার পর পরই বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি এম এ রশীদ বলেন,এটা প্রার্থী নির্ধারণের চুগড়ান্ত কোন প্রক্রিয়া নয়। কেবল কাউন্সিলরদের মতামত প্রকাশ করা। প্রার্থী নির্ধারণ করবেন স্বয়ং হাই কমান্ড এক কথায় মাননীয় সভাপতি জননেত্রী শেখ হাসিনা।
এদিকে দলীয় কাউন্সিলরদের মাধ্যমে আলমাস ভূইয়া বিজয়ী হলেও তাকে নিয়ে অকেকেই নানা গুঞ্জণ করতে দেখা যায়। কেউ কেউ মন্তব্য করে বেড়ায় আলমাস ৩/৪বছর আগের একজন ভার্সিটি ছাত্র খুন মামলার ১নম্বার আসামী ছিলেন। তার বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগ রয়েছে। সর্বোপরি সে জাতীয় পার্টিতে যোগদানের জন্য আবেদনও করেছিলেন। তারা যাছাই-বাছাইয়ের মাধ্যমে প্রার্থী নির্ধারণ করা উচিত বলে নীতি-নির্ধারকদের প্রতি জোরালো অনুরোধ জানান।