বিজয় বার্তা ২৪ ডট কম
নাসিক নির্বাচনে ধানের শীষের শেষ প্রচারণায় আগামী ২০ ডিসেম্বর মঙ্গলবার নারায়ণগঞ্জ আসছেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে শেষ মুহূর্তে ভোটারদের দ্বারস্থ হবেন তিনি। নিরাপত্তার কারণে সিটি ভোটারদের দ্বারে দ্বারে যাওয়া সম্ভব না হলেও মহানগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগে অংশ নেবেন বলে দলের একাধিক সূত্র জানিয়েছে। এছাড়া দলীয় প্রার্থীসহ কয়েকটি পথসভায় বক্তব্য রাখার কর্মসূচি রয়েছে তার। এ পথসভার মাধ্যমে নারায়ণগঞ্জবাসীকে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানাবেন বিএনপি চেয়ারপার্সন।
দলীয় সূত্রের মতে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট সাখাওয়াত হোসেন খানের পক্ষে ভোট চাইতে নারায়ণগঞ্জ যাওয়ার কর্মসূচি নির্ধারণ করা হয়েছে। কিন্তু কৌশলগত কারণে দলটির পক্ষ থেকে তা গোপন রাখা হয়েছে। দলের একটি সূত্র আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের পরে কোনো একদিন তিনি যাবেন বলে জানায়। অন্য একটি সূত্র আগামী ২০ ডিসেম্বরকে নির্দিষ্ট করেছে।
সূত্র আরো জানায়, নির্বাচনের কারণে সিটি কর্পোরেশন এলাকায় জনসভা করার আইনি বাধ্যবাধকতা থাকায় খালেদা জিয়া সিটি কর্পোরেশন এলাকার বাইরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বালুর মাঠ এলাকায় একটি পথসভায় বক্তব্য রাখবেন, যা জনসভায় রূপান্তরিত হবে। এছাড়া তিনি তার গাড়ির বহর নিয়ে সিটি কর্পোরেশন এলাকায় গণসংযোগ করবেন। তার গণসংযোগে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ২০ দলীয় জোটের নেতারা থাকবেন বলেও দলীয় ওই সূত্রটি নিশ্চিত করেছে।
উল্লেখ্য, আগামী ২০ ডিসেম্বর নাসিক নির্বাচনের প্রচারনায় শেষ দিন। আর ২২ ডিসেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।