বিজয় বার্তা ২৪ ডট কম
বিএনপির কেন্দ্রীয় কমিটির মত ধানের শীষের পরাজয় খুজে বের করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব।
সোমবার বিকেলে তার ফেসবুক আইডি থেকে এই আহ্বান জানান তিনি।
এসময় তিনি মন্তব্য করেন, কেন্দ্রীয় বিএনপি নির্বাচনে পরাজয়ের কারন খুজছে আমরাও চাই প্রকৃত কারন উদঘাটন করে সেই অনুযায়ী বাস্তব সম্মত পদক্ষেপ গ্রহন করা যাতে ভবিষ্য এ আর এধরনের ঘটনা না ঘটে।
একটি ছোট উদাহরন দিতে চাই আমাদের কাজ করার নমুনা।নারায়ণগঞ্জ সদরে পোলিং এজেন্ট ছিল ৪৬৪ তাদের কে কর্ম পদ্দতি সম্পর্কে বুঝানোর জন্যে নির্বাচনের ৩ দিন পূর্বে ডাকা হয়েছিল কিন্তু উপস্থিতি ছিল ১৭০ জন প্রায় ৩০০ জন উপস্থিত ছিলেন না। কেন এরকম হলো বা কাদের দায়িত্ব ছিল সে ব্যপারে কি কিছু করা হয়েছে।আমলাপাড়া গার্লস হাই স্কুল কেন্দ্রে ধানের শীষের মহিলা পোলিং এজেন্ট শিউলি যে আইভির সমথর্ক ভোটও দিয়েছে নৌকায়। এলাকায় তুলকালাম নির্বাচনের পর।যাই হোক দলের একজন নগন্য কর্মী হিসেবে সবসময় সত্যপথে চলার ও বলার চেস্টা করেছি।