বিজয় বার্তা ২৪ ডট কম
অ্যানিউরিন ডোনাল্ডের বয়স মাত্র ১৯ বছর। ক্রিকেট বিশ্ব এখনো তাকে তেমনভাবে চেনে না। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরি করে বিশ্বকে যেন জানান দিলেন নিজের উত্থানের। নির্দয়ভাবে বোলারদের শাসন করে এ রেকর্ড গড়েন তিনি।
তবে ডোনাল্ডের আগে প্রথম শ্রেণির ক্রিকেটে এ রেকর্ড গড়েন ভারতীয় ক্রিকেটার রবি শাস্ত্রী (১৯৮৫)। শাস্ত্রীর সেই ইনিংসটা বিশেষভাবে স্মরণীয় আছে এক ওভারে ৬ ছক্কার কারণে। এবার ডোনাল্ডও সেই ডাবল সেঞ্চুরির পার্টনার হলেন।
রবি শাস্ত্রীর মতো ডোনাল্ড অবশ্য এক ওভারে ৬ ছক্কা মারতে পারেননি। তবে পুরো ইনিংসে ছক্কা হাঁকিয়েছেন ১৫টি। ৮০ বল খেলে সেঞ্চুরি করার পর আর পিছনে ফিরে তাকাননি। যেন আজই কিছু করতে হবে, এমনটাই তাড়া ছিল তার। পরের ৪৩ বলে করলেন আরও ১০০ রান। ১০০, ১৫০ আর ২০০ পূর্ণ করেছেন ছয় মেরেই। শেষ পর্যন্ত ১৩৬ বলে ২৩৪ রান করে আউট হন তিনি।
ডোনাল্ড যখন ক্রিজে নামেন তখন দলের সংগ্রহ ছিল ৩ উইকেটে ৯৬ রান। আর তার ডাবল সেঞ্চুরির বদৌলতে দিনশেষে ৯৬ ওভারে ৪৮১ রান সংগ্রহ করে গ্ল্যামারগন।
এদিন শুধু দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড নয়, গ্ল্যামারগনের ইতিহাসেও সবচেয়ে কম বয়সে ২০০ রান করার রেকর্ড গড়েন ডোনাল্ড। আগের রেকর্ড ছিল জন হপকিন্সের।