নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির ষড়যন্ত্র বন্ধ ও ২০ রমজানের মধ্যে শ্রমিকদের বেতন বোনাস প্রদানের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে শুক্রবার বিকাল ৫টায় ২নং রেলগেইটের সৈয়দ আলী চেম্বারের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিপিবি জেলা সভাপতি হাফিজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ জেলা সমন্বয়ক নিখিল দাস, নাসিক ১৫নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, সিপিবি জেলা সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, বাসদ নেতা আবু নাঈম খান বিপ্লব, সেলিম মাহমুদ, সিপিবি নেতা আব্দুল হাই শরীফ, বিমল কান্তি দাস প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিন করে।
নেতৃবৃন্দ বলেন- রোজা আসার আগেই বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েই চলেছে। প্রতিবছর রমজানের আগেই অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট এই কাজটি করে। এক্ষেত্রে সরকার যথার্থ ভূমিকা নেয় না। ফলে জনগন ভুক্তভোগী হয়। ১ লক্ষ ২০ হাজার মেট্রিক টন চিনি মজুদ থাকার পরও ব্যবসায়ীরা বিদেশ থেকে ৩৩ টাকা কেজি দরে চিনি কিনে ৫৩ টাকায় বিক্রি করছে। রসুন, ছোলাসহ বিভিন্ন পণ্যের দাম প্রায় দ্বিগুন হয়েছে। পণ্য আমদানীর ক্ষেত্রে টিসিবির ভূমিকা নেতিবাচক। ব্যক্তিগত উদ্যোগে ব্যবসায়ীরা প্রায় ৭০% ছোলা নিয়ে এসেছে, অথচ টিসিবি আমদানীর ক্ষেত্রে ধীরগতিতে চলছে। বাজারের উপর সরকারের কোন নিয়ন্ত্রন নেই। প্রতিবছর ব্যবসায়ীরা শবেবরাতের আগেই জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়। রোজার আগে আগে সরকার ব্যবসায়ীদের প্রতি দাম কমানোর আহ্বান জানালে তারা কিছুটা কমিয়ে দেয়। এই প্রক্রিয়ায় চালাকির আশ্রয় নিয়ে মুনাফা করছে ব্যবসায়ীরা।
নেতৃবৃন্দ আরো বলেন- গ্যাস ও বিদ্যুতের দাম আরেক দফা বাড়ানোর জন্য সরকারের তৎপরতা শুরু হয়েছে। এটা কোনভাবেই মেনে নেয়া যায় না। রেন্টাল ও কুইক রেন্টালের মালিকদের পকেট ভারী করতে বিদ্যুতের দাম বাড়াচ্ছে এবং বিদেশী লুটেরা কোম্পানীদের লুটপাটের টাকা যোগান দিতেই গ্যাসের দাম বৃদ্ধির চক্রান্ত হচ্ছে। এছাড়া ২০ রোজার মধ্যে সব সেক্টরের শ্রমিকদের পূর্ণ বেতন ও বোনাস পরিশোধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ।