দ্বীগুবাজারে আইন মানায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে চিনির মূল্য বেশি নেওয়ার কারণে ১টি প্রতিষ্ঠানসহ মোট ৪টি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ দ্বীগুর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ কর্তৃক বাংলাদেশ সুগার রিফাইনার্স এসোসিয়েশন কর্তৃক নির্ধারিত মূল্যে চিনি বিক্রয় কার্যক্রম তদারকি করা হয়। বাংলাদেশ সুগার রিফাইনার্স এসোসিয়েশন চিনির মূল্য নির্ধারন করেছেন খোলা চিনি কেজি ৭৪.০০ টাকা ও প্যাকেটজাত ৭৫.০০ টাকা।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা শাখার সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার দ্বীগুবাবুর বাজার এলাকায় আবস্থিত মের্সাস সন্তোষ স্টোরকে চিনির মূল্য অধিক রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় ২,০০০/-(দুই হাজার)টাকা, পণ্যের মূল্যতালিকা প্রর্দশন না করার অপরাধে মের্সাস হালাল স্টোরকে ৩৮ ধারায় ২,০০০/-(দুই হাজার) টাকা, পল্টি পাওয়ার নামের মুরগির দোকানকে ৩৮ ধারায় ২,০০০/-(দুই হাজার) টাকা এবং ফ্রিজের মধ্যে কাঁচা মাছ মাংস ও পচাঁবাসি রান্না করা খাবার একত্রে রাখার অপরাধে আল্লাহরদান রেস্তোরাকে ৪৩ ধারায় ৪,০০০/-(চার হাজার) টাকা জরিমানাসহ মোট ১০,০০০/-(দশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে ।
উক্ত অভিযানে জেলা বাজার কর্মকর্তা জনাব টি.এম. মাহবুবুর হোসেন এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।