বিজয় বার্তা২৪ ডটকমঃ
দ্বিতীয় দফায় গ্যাসের দাম বাড়াতে বাধা নেই, সুপ্রিমকোর্টের চেম্বার আদালতের এমন আদেশ বহাল রেখেছেন, আপিল বিভাগ। একই সঙ্গে গ্যাসের দাম বাড়ানোর বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্ট কে নির্দেশ দিয়েছেন, আদালত।
সোমবার সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের ৪ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। রিটকারী আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল আলম জানিয়েছেন, পহেলা জুন থেকে দ্বিতীয় দফায় গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর হওয়ায় এ আদেশ দিয়েছেন আদালত।
গত ১ মার্চ থেকে আবাসিক খাতে দুই চুলার জন্য ৮০০ এবং এক চুলার জন্য ৭৫০ টাকা করা হয়। দ্বিতীয় ধাপে ১ জুন থেকে দুই চুলার জন্য ৯৫০ এবং এক চুলার জন্য ৯০০ টাকা করার সিদ্ধান্ত নেয় সরকার। গ্যাসের দাম বাড়ার এ সিদ্ধান্ত স্থগিত চেয়ে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) পক্ষে রিট করেন প্রকৌশলী মুবাশ্বির হোসেন। ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে এই আদেশ দেন হাইকোর্ট।