বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও জেলা কৃষক লীগের সহ-সভাপতি দৌলত হোসেনের হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তি দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী। দুপুরে চরসৈয়দপুর এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। জলিল মাদবরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পঞ্চসার ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোশাররফ হোসেন, নিহতের ছেলে কাসেম আহমেদ, মেয়ে তাসলিমা আক্তার লাকি সহ স্থানীয় এলাকাবাসী।
মানববন্ধনের বক্তারা বলেন, ঘটনার নয় দিন হলেও এখনো কোন আসামি গ্রেফতার হয়নি। মামলার আসামিরা প্রতিদিন নিহতের স্বজনদের মামলা তুলে নিতে নানা ভাবে হুমকি দিচ্ছে। প্রধানমন্ত্রী ও স্থানীয় প্রাশাসনের কাছে নিহতের পরিবারের দাবি হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দেয়ার।