স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
রাইস রিসার্চ ইনস্টিটিউটের মতো দেশে এবার গম ও ভুট্টা রিসার্চ ইনস্টিটিউট হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
মঙ্গলবার সিরডাপ মিলনায়তনে জাতীয় খাদ্য গ্রহণ নির্দেশিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা জানান। যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে ইউএসএইড ও ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন (ফাও)।
খাদ্যমন্ত্রী বলেন, সরকার খুবই আন্তরিক বলেই এবার গম ও ভুট্টা আইন শুধু পাশই হয়নি, গম ও ভূট্টা রিসার্চ ইনস্টিটিউট গঠন করা হচ্ছে।
দেশে এখন আর খাদ্য ঘাটতি নেই মন্তব্য করে মন্ত্রী বলেন, এখন খাদ্য উৎপাদন বেড়েছে। খাদ্য ঘাটতি না থাকায় খাদ্য রপ্তানি হচ্ছে। বাংলাদেশ এখন বছরে ২ লাখ টন চাল রপ্তানি করার যোগ্যতা রাখে।
তিনি বলেন, তৃণমূল পর্যায়েও খাদ্যভ্যাসের পরিবর্তন ঘটায় এখন আর পেট মোটা বাচ্চা দেখা যায় না।
বিদ্যুতে এখন দেশ স্বয়ংসম্পূর্ণ মন্তব্য করে তিনি বলেন, কৃষকদের প্রণোদনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। মধ্যস্বত্বভোগীদের জন্য কৃষক যেন লোকসানে পতিত না হয় এ জন্য এই প্রণোদনার ব্যবস্থা। কৃষকদের কাছে এদের ভিড়তে দেওয়া হবে না।
খাদ্য মন্ত্রণালয়ের সচিব এএম বদরুদ্দোজার সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ছিলেন খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, জাতীয় অধ্যাপক এম আর খান, বারডেমের পরিচালক অধ্যাপক নাজমুন নাহার, ফাও’র প্রতিনিধি ডেভিড ডোলান প্রমুখ।