বিজয় বার্তা ২৪ ডট কম
ঢাকা মহানগর হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আহবায়ক ও কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা নুর হোসাইন কাসেমী বলেছেন, ইসলাম ধর্ম শান্তির ধর্ম । আর এই শান্তির ধর্মের নামে আজ সন্ত্রাস ও জঙ্গীবাদ করা হয় । এরা ইসলাম ধর্মকে ধ্বংস করতে চেষ্টা করছে। আমাদের এই মাতৃভূমি কে অস্তিশীল ও অশান্তি সৃষ্টি করতে আজ জঙ্গী সংগঠন গুলো এই হত্যাকান্ড ঘটাচ্ছে। আর এই সন্ত্রাস ও জঙ্গীবাদের সাথে ইসলামের কোন সম্পর্ক নেই।
বৃহস্পতিবার বিকাল তিনটায় নারায়ণগঞ্জ হোসিয়ারী সমিতি মিলনায়তন এ নারায়ণগঞ্জ মহানগর হেফাজতে ইসলাম বাংলাদেশ এর উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরুদ্ধে ইসলাম শীর্ষক সেমিনারে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
নারায়ণগঞ্জ মহানগর হেফাজতে বাংলাদেশ এর সভাপতি মাওলানা মহিবুল্লাহ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফেরদৌস রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আহবায়ক ও কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা নুর হোসাইন কাসেমী , প্রধান আলোচক দৈনিক ইনকিলাব এর সিনিয়র সহকারী সম্পাদক মাওলানা ওবায়দুর রহমান খাঁন নদভী, বিশেষ আলোচক হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আহবায়ক আব্দুল আউয়াল, সদস্য সচিব মাওলানা আব্দুল কাদির ।
তিনি আরো বলেন, যারা ইসলামের নামে আল্লাহ আকবর বলে মানুষ হত্যা করে তারা ইসলাম ও মুসলিম জাতির শত্রু। কওমী মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বন্ধ করার জন্য সরকার উঠে পড়ে লেগেছে। সরকারের উপরের লেবেল লোকেরা বলেন কওমী বিভিন্ন মাদ্রাসা থেকে নাকি জঙ্গীবাদের সৃষ্টি হয়। কিন্তু গুলশান ও শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার পর দেশের মানুষ আজ বুঝতে পারছে কোথায় থেকে সন্ত্রাস ও জঙ্গীবাদের সৃষ্টি। কোন মাদ্রাসা ছাত্ররা না সন্ত্রাস ও জঙ্গীবাদের সৃষ্টি হয়েছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্ররা। তারা উচ্চ শিক্ষার জন্য বড় বড় প্রাইভেট ভার্সিটি ও বিদেশে গিয়ে লেখা পড়া করে আর তাদের পরিবার মাসে লক্ষ লক্ষ টাকা খরচ করে। এর পর ঐ সব ছাত্রদের মগজ ধোলাই করে তাদের ইসলাম প্রতি অনাস্থা তৈরী করে ইসলাম বিরোধী কার্যকলাপে লিপ্ত করে। দেশে সংখ্যালুঘদের উপর নির্যাতন ও হত্যা করছে। কোন ঈমানদার মুসলমানদের পক্ষে এই সব ইসলাম বিরোধী কাজ করা সম্ভব না। আজ যদি কোমলমতি শিক্ষার্থীদেরকে কওমী মাদ্রাসায় ইসলামের শিক্ষায় শিক্ষিত হত তাহলে তারা কোন ইসলাম বিরোধী কাজ করতো না। দেশে শিক্ষানীতি প্রণয়ন ও বাস্তবায়ন ব্যাতিত আদর্শ জাতী গঠন করা সম্ভব নয়। দেশের সরকারকে সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। আর যদি সরকার সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা না করে তাহলে হেফাজতে ইসলাম বাংলাদেশ আমরা আবারও মাঠে নামবো এবং ইনশাল্লাহ সন্ত্রাস ও জঙ্গীবাদ মুক্ত করে ঘরে ফিরবো।