বিজয় বার্তা ২৪ ডট কম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১তম ‘এশিয়া-ইউরোপ মিটিং’ (আসেম) সম্মেলন উপলক্ষে মঙ্গোলিয়ায় তিনদিনের সরকারি সফর শেষে শনিবার বিকালে স্বদেশের উদ্দেশে উলানবাটোর ত্যাগ করেছেন।
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট আজ স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টায় চেঙ্গিস খান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরতি যাত্রা শুরু করে।
মঙ্গোলিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম. ফজলুল করিম এবং মঙ্গোলিয়ান সরকারের প্রতিনিধিরা বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদায় জানান।
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে এই ফ্লাইটটি বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।