বিজয় বার্তা ২৪ ডেস্ক
দৈনিক দেশের আলো’র সম্পাদক ও প্রকাশক, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা- জাসাস এর জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সহ-সভাপতি, বিএনপি নেতা আনিসুল ইসলাম সানি গত ২ ফেব্রুয়ারি সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স-এর বিমানযোগে নিউ ইর্য়কে যান। গত ১০ ফেব্রুয়ারি নিউ ভেলিভিউ হাসাপাতাল সেন্টার এ ভর্তি হন। ১১ ফেব্রুয়ারি তাঁর হার্টের সফল অস্ত্রোপচার করা হয়। সময় লাগে প্রায় দেড় ঘণ্টা। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। আগামী মার্চ মাসে তাঁর গলায় আরেকটি অস্ত্রোপচার হবে। তারপর তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।