বিজয় বার্তা ২৪ ডট কম
র্যাব-১১ এর অভিযানে দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী ও কিশোর গ্যাং চক্রের ০৯ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী ও কিশোর গ্যাং চক্রের সক্রিয় সদস্য ১। মোঃ তুষার(২৩), পিতা- মোঃ দিলু, সাং- ওমরপুর, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, এ/পি- কদমতলী মধ্য পশ্চিম পাড়া, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, ২। মোঃ রাশেদুল ইসলাম ইমরান(২১), পিতা- মোঃ ফারুক, সাং- সবুজবাগ মহল্লা, থানা+জেলা- পটুয়াখালী, এ/পি- কদমতলী মধ্য পশ্চিম পাড়া, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, ০৩। মোঃ নাজমুল(২০), পিতা- মোঃ ফেরদৌস শেখ, সাং- হাসাইল, থানা+জেলা- মুন্সিগঞ্জ, এ/পি- নাজিরা বাজার চৌরাস্তা শার্টের কারখানা, বংশাল, ডিএমপি, ঢাকা, ০৪। মোঃ অন্তর(১৯), পিতা- মোঃ সফিক মৃধা, সাং- রামদাজদি, পোষ্ট- বরিয়া, থানা+জেলা- চাঁদপুর, এ/পি- গুলিস্তান সিদ্দিক বাজার গার্মেন্টস কারখানা, বংশাল, ডিএমপি, ঢাকা, ০৫। মোঃ অপু শেখ(২০), পিতা- মোঃ আমিনুল ইসলাম, সাং- বরঘড়িয়া, থানা- অজ্ঞাত, জেলা- শেরপুর, এ/পি- সিদ্দিকবাজার, বংশাল, ডিএমপি, ঢাকা এবং আইনের সহিত জড়িত সংঘাতে ০৪ জন শিশুসহ মোট ০৯ জনকে গ্রেফতার করা হয়। উক্ত অভিযানে তাদের হেফাজত হতে খেলনা পিস্তল, সুইচ গিয়ার, চাপাতি, এসএস পাইপ ও জব্দ করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, তারা দীর্ঘদিন ধরে কিশোর গ্যাং এর সক্রিয় সদস্য হিসেবে পরিকল্পিতভাবে ছিনতাই ও চাঁদা দাবীর উদ্দেশ্যে দলগতভাবে শক্তির মহড়া, দাপট প্রদর্শনসহ গুরুতর ধর্তব্য প্রদর্শন করে ভয়ভীতি ও বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছিল। সন্ত্রাসী, কিশোর গ্যাং ও চাঁদাবাজ দমনে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।