স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা সুপরিকল্পিতভাবে গুপ্তহত্যা করে দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের ব্যাপারে দেশবাসীকে সজাগ থাকতে হবে। বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফাস্ট ট্রাক প্রজেক্ট মনিটরিং কমিটির চতুর্থ সভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সামপ্রতিক হত্যাকান্ডগুলো সুপরিকল্পিতভাবে করা হচ্ছে। প্রত্যেক সেক্টর থেকে মানুষ হত্যা করা হচ্ছে। এগুলো সুপরিকল্পিত।
তিনি বলেন, খুনিরা যাতে ধরা পড়ে সেটা আমি অবশ্যই চাইবো। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দম্পতি হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।