বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ হিসেবে সারা বিশ্বে মাথা উচু করে দারিয়েছে। এই উন্নয়নের ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে এবং দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিতে নারীর অংশগ্রহন জরুরী।
সোমবার সকালে নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন হল রুমে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম, নারায়নগঞ্জ কর্তৃক আয়োজিত নগরের বিভিন্ন নিম্ন আয়ের বসতির দরিদ্র ও হত দরিদ্র নারী উদ্যোক্তাদের মাঝে লাইভলী হুড সাপোর্ট বিতরনী উদ্ধেধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নারীদের নারী নয় বরং মানুষ হিসেবে বাঁচতে হবে। বাংলাদেশের প্রতিটি ঘরে যদি নারী পুরুষ একসাথে কাজ করে তাহলে আমরা খুব তারাতারি উন্নত দেশে উন্নীত হবো। তিনি নারী নেতৃত্বের বিকাশের উপর গুরুত্ব আরোপ করে বলেন যে, আমরা নারীরা সারাদিন হাজারো কাজ করি কিন্তু নিজেদের অধিকারের ব্যাপারে সামান্যতম সচেতনতা বোধটুকু আমাদের মাঝে নেই। সচেতন নারীর মাধ্যমে পুরো দেশ ও জাতীর সমৃদ্ধি সম্ভব। তিনি ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম নারায়নগঞ্জ এর কার্যক্রমের অগ্রগতির বিসদ সম্পর্কে অবহিতহন এবং প্রোগ্রামের ভূয়সী প্রসংসা করে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
উক্ত লাইভলী হুড সাপোর্ট বিতরন উদ্ধেধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আফসানা আফরোজ বিভা, প্যানেল মেয়র-১, নারায়নগঞ্জ সিটিকর্পোরেশন, জনাব অসিত বরন বিশ্বাস, কাউন্সিলর, ১৫ নং ওয়ার্ড, নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন, জনাব কে,এম,ফরিদুল মিরাজ, প্রধান সমাজকল্যান ও বস্তি উন্নয়ন কর্মকর্তা, নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন, আসাদুজ্জামান, আঞ্চলিক সমন্বয়কারী, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম,নারায়ণগঞ্জ ও সরকার হাসান ওয়াইজ, জেলা ব্র্যাক প্রতিনিধি, নারায়ণগঞ্জ প্রমূখ।