ফতুল্লা,বিজয় বার্তা ২৪
মঙ্গলবার সকালে পূর্বদেলপাড়ার রপ্তানীমুখি গার্মেন্ট কারখানার ঝুট দখলে নেয়াকে কেন্দ্র করে বর্তমান মেম্বার ও সাবেক মেম্বারের সমর্থকদের মাঝে ব্যাপক তুলকালাম কান্ড ঘটেছে বলে এলাকাবাসী জানায়। এ সময় ঘটনাস্থলে গুলিবর্ষনের ঘটনার পর পুলিশ বিস্ফোরিত গুলির খোসা উদ্ধার করার সংবাদ জানা গেলেও ঘটনাস্থল পরিদর্শন শেষে ফতুল্লা মডেল থানার দায়িত্বে থাকা সহকারী পুলিশ সুপার শরফুদ্দিন তা নিশ্চিত করতে পারেননি। এর আগে প্রতিপক্ষের অভিযোগের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই মোস্তফা থানার ফটক থেকে সাবেক মেম্বার জাহাঙ্গীরের ভাই জামানকে আটক করলেও পরে ছেড়ে দেয়।
জানা যায়,দেলপাড়ার পেয়ারাবাগান এলাকায় জনেক ইমরানের জমি ভাড়া নিয়ে এক্সোটিক গার্মেন্ট পরিচালনা করে আসছিলেন আড়াইহাজার এলাকার তিন ব্যবসায়ী তুষার,লিটন ও শাওন। গত ২ বছর যাবত উক্ত গার্মেন্টসের ঝুট বিক্রির জন্যে স্থানীয় মেম্বার জাহাঙ্গীরের ভাই জামানের কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা জামানত গ্রহন করেন মালিকপক্ষ। এরই ধারাবাহিকতায় জামান ও নজরুর নির্বিঘেœ ব্যবসা চালিয়ে আসছিল।
সম্প্রতি নির্বাচনে বিএনপিপন্থি চেয়ারম্যান সেন্টুর ঘনিষ্টজন অন্য জামান উক্ত ওয়ার্ডে মেম্বার পদে প্রতিদ্বন্ধিতা করলে জাহাঙ্গীর মেম্বারকে পরাজিত করে নির্বাচিত হয়। এর পর থেকেই জায়গার মালিক ইমরান ও তার সহযোগিরা জামান মেম্বারের ক্ষমতাবলে উক্ত কারাখানার ঝুট সেক্টর দখলে নেয়ার পায়তারা চালায়। এ অবস্থায় পূর্বের চুক্তিবলে গতকাল সকালে ঝুট নেয়ার জন্যে জাহাঙ্গীর মেম্বারের ব্যবসায়িক অংশীদার নজরুল কারখানায় গেলে ইমরান ও তার সহযোগিরা আপত্ত্বি জানায়। সংবাদ পেয়ে জাহাঙ্গীর মেম্বারের ভাই জামান সেখানে ছুটে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। এ সময় কে বা কারা গুলিবর্ষনও করে বলে অভিযোগ উঠে।
সংবাদ পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে গেলে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ ঘটনার পর পরই কুতুবপুর ইউপি চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুর একান্ত সহকারী হিমেলসহ ৪নং ওয়ার্ড মেম্বার জামান,ইমরান,মিন্টুর নেতৃত্বে এলাকায় জাহাঙ্গীর ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিছিল করেছে।
তবে ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারন সম্পাদক সাবেক মেম্বার জাহাঙ্গীর জানান,কাশিপুর থেকে আওয়ামীলীগ নেতা গোলাম মোস্তফার জানাযা শেষে থানায় এলে কোন তদন্ত ছাড়াই থানার সেকেন্ড অফিসার গোলাম মোস্তফা হঠাৎ করেই তার ভাই জামানকে আটক করে হাজতে পাঠানোর চেষ্টা চালায়। এ ব্যাপারে জানতে এক্সোটিক গার্মেন্টসের মালিক শাওনের সাথে তার মোবাইলে ফোন দিলেও সে রিসিভ করেনি।
তবে এ ঘটনায় থানায় উভয়পক্ষের অভিযোগ দায়ের হলেও শেষ সংবাদ পাওয়া পর্যন্ত কোন মামলা নথিভুক্ত হওয়ার সংবাদ নিশ্চিত হওয়া যায়নি। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।