বিজয় বার্তা ২৪ ডট কম
আসন্ন নাসিক নির্বাচন উপলক্ষে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতারের চলমান অভিযানে লাবু (২৮) নামের তালিকা ভুক্ত সন্ত্রাসীকে বিদেশী পিস্তল ও ৩ রাউন্ড গুলি সহ গ্রেফতার করেছেন পুলিশ।
বুধবার রাত ১০ টায় নারায়ণগঞ্জের দেওভোগ পানির ট্যাংকি এলাকায় ফতুল্লা মডেল থানার এসআই কাজী এনামুল হক ও এএসআই কামরুল হাসান সংগীয় ফোর্স এর নেতৃত্বে এ্ই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত আসামী আলম ওরফে লাবু (২৮) নারায়ণগঞ্জের পশ্চিম মাসদাইর এলাকার ইউনুস আলীর ছেলে।
জেলা পুলিশ সুপারের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দেওভোগ পানির ট্যাংকি এলাকা থেকে তালিকা ভুক্ত সন্ত্রাসী আলম ওরফে লাবুকে (২৮) আটক করা হয়েছে। পরে গ্রেফতারকৃত আসামীর তথ্যের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার এসআই কাজী এনামুল হক ও এএসআই কামরুল হাসান সংগীয় ফোর্স এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে দেওভোগ নুরুল ইসলামের পরিত্যক্ত দোচালা ভাঙ্গা টিনের ঘর থেকে ইউএসএ এর তৈরি ৭.৬৫ একটি বিদেশী পিস্তল, একটি মাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ব্যাপরে ফতুল্লা মডেল থানায় বৃহষ্পতিবার একটি মামলা দায়ের করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ) মোস্তাফিজুর রহমান বলেন, আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। নাসিক নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ করার আমাদের একমাত্র লক্ষ। তার জন্য পর্যায়ক্রমে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতার করা হবে।