বিজয় বার্তা ২৪ ডট কম
বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেছেন, দূূর্নীতি রোধ করা গেলে দেশ দ্রুত উন্নত হবে। শুক্রবার বিকালে সাংগঠনিক ইউনিয়ন চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন পরিষদ বাস্তবায়ন উপলক্ষে গাজী বিশ^ বিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী গাজী বলেন, দূর্নিতীর বিরুদ্ধে জোরালো অভিযান শুরু হয়েছে। আশা করি এর সুফল বাংলাদেশ ও দেশের জনগন ভোগ করবে। চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন পরিষদ বাস্তবায়ন উপলক্ষে তিনি বলেন শেখ রাসেল বঙ্গবন্ধুর অতি আদরের এবং নিষ্পাপ একটি নাম। এ নামে একটি ইউনিয়ন পরিষদ করতে আমি সর্বাত্বক চেষ্টা চালিয়ে যাব। চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন পরিষদ বাস্তবায়ন এর আহবায়ক নূর আলম মুন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউ,পি আওয়ামীলীগের সভাপতি জাহেদ আলী, উপজেলা যুব মহিলালীগের সেক্রেটারী সেলিনা আক্তার রিতা, ইউ,পি সদস্য বজলুর রহমান, পারভীন আক্তার, আওয়ামলীগ নেতা নাজিমউদ্দিন চৌধুরী, এস এম ইব্রাহিম প্রমুখ।