বিজয় বার্তা ২৪ ডট কম
জনগণের হয়রানি ও দুর্নীতিমুক্ত সরকারি পরিসেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে গণশুনানি অনুষ্ঠিত হবে আগামী ৬ জুন বৃহস্পতিবার। এ উপলক্ষে মঙ্গলবার (২৮ মে) সকালে নগরীর নারায়ণগঞ্জ প্রেস ক্লাব প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা।
নারায়ণগঞ্জে দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মঈনুল হাসান রওশনী সংবাদ সম্মেলনে বলেন, দুর্নীতি উন্নত রাষ্ট্র বিনির্মাণে সবচেয়ে বড় প্রতিবন্ধক। তাই দুর্নীতি দমন কমিশন সমাজ থেকে দুর্নীতি নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গণশুনানির মাধ্যমে জনগণের হয়রানি ও দুর্নীতিমুক্ত সরকারি পরিসেবা প্রদান নিশ্চিত করা হবে। সরকারি কর্মকর্তাদের সেবা প্রদানে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তরিকতা আনয়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা সদরের বিভিন্ন সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে সেবা প্রাপ্তির বিষয়ে এ গণশুনানির আয়োজন করা হবে। জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মো: জহুরুল হক।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জের দুর্নীতি দমন কমিশনেরউপপরিচালক মঈনুল হাসান রওশনী, সহকারী পরিচালক ওমর ফারুক, নারায়ণগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাজহারুল হোসেন মাজুম, সাধারণ সম্পাদক বাবুল কৃষ্ণ সাহা।