বিজয় বার্তা ২৪ ডট কম
২০ থেকে ২৪ জুন ভিয়েনায় অনুষ্ঠিত জাতিসংঘের দুর্নীতিবিরোধী রিভিউ গ্রুপের বাস্তবায়ন সম্পর্কিত সপ্তম সেশনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের নেতৃত্বে প্রতিনিধিদলের অংশগ্রহণের বিষয়ে মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে বিষয়টি অবহিত করা হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
এ সময় তিনি বলেন, গত ১৮ মার্চ সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়ায় জাহাজে জলদস্যুতা ও সশস্ত্র ডাকাতি মোকাবেলা বিষয়ক আঞ্চলিক সহযোগিতা চুক্তি (আরএসিএএপি) এর-দশম প্রতিষ্ঠাবার্ষিকীতে নৌপরিবহন মন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদলের যোগদানের বিষয়টি বৈঠককে অবহিত করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মন্ত্রিসভায় আইনমন্ত্রী আনিসুল হক জানান, বাংলাদেশের বিচার ব্যবস্থার আধুনিকায়নে রাশিয়ার সরকারের সহযোগিতা চাওয়া হয়েছে। রাশিয়ান ফেডারেশনের বিচারমন্ত্রী আলেকজান্ডার নভালভ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
তিনি আরও জানান, বৈঠকে রাশিয়া বাংলাদেশের অকৃত্রিম বন্ধু উল্লেখ করে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় সোভিয়েত সরকারের সহযোগিতার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। পাশাপাশি দুর্নীতি দূরীকরণ ও আইনের শাসন প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাশিয়ান ফেডারেশনের বিচারমন্ত্রীকে অবহিত করা হয়েছে।