বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের শীর্ষ ডাকাত সর্দার মাষ্টার দেলু র্যাবের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে। র্যাব ঘটনাস্থল থেকে বিপুল পরিমান অস্ত্র গুলি ও ককটেল উদ্ধার করেছে ।
র্যাব-১১ সুত্র জানায় আজ ভোর সাড়ে চারটায় ডাকাত সর্দার মাষ্টার দেলু সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার একটি বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিত্বে র্যাব অভিযান চলায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে দেলুর সহযোগীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুরলে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। বেশ কিছুক্ষন বন্ধুক যুদ্ধের পর র্যাব সদস্যরা ঘরের ভেতরে প্রবেশ করে দেখতে পায় ডাকাত সর্দর দেলু গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে খানপুর তিনশ শয্যা হাসপাতালে নিয়ে এনে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ডাকাত সর্দার মাষ্টার দেলুর বিরুদ্ধে হত্যা, চাদাবাজি, ডাকাতিসহ প্রায় ১৪/১৫টি মামলা রয়েছে। গত ১অক্টোবর শহরের খানপুর এবং ২৩ অক্টোবর তল্লা এলাকায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সাথে দেলু বাহিনীর বন্ধুক যুদ্ধে সে পালিয়ে যেতে সক্ষম হলেও তার এক সহযোগীকে গ্রেফতার করে পুলিশ। দেলুর লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতেলর মর্গে পাঠানো হয়েছে।