নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
আগামী ১৪ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব লাঙ্গলবন্দের মহাষ্টমী স্নান সফল ভাবে সম্পন্ন করতে পুনরায় স্নান উদযাপন কমিটির সাথে মতবিনিময় করেছেন নারায়ণগঞ্জ-৫(শহর-বন্দর) আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। এ সময় তিনি সরকারী নিরাপত্তার পাশাপাশি যথেষ্ট পরিমান সেচ্ছাসেবী কর্মী নিয়োগ সহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা করার ব্যাপারে স্নান উদযাপন পরিষদকে পরামর্শ দিয়েছেন তিনি।
সোমবার(২১ মার্চ) রাত সাড়ে ৮টায় নারায়ণগঞ্জ ক্লাবের ক্যাফেটেরিয়ায় লাঙ্গলবন্দের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভায় সংসদ সদস্য সেলিম ওসমান পরামর্শ দেন। লাঙ্গলবন্দ স্নান উপলক্ষ্যে গত ১৬ মার্চ জেলা প্রশাসকের কার্যালয়ের মত বিনিময়ের ধারাবাহিকতায় এ মত বিনিময় সভাটির আয়োজন করা হয়েছিল।
মত বিনিময় সভায় সংসদ সদস্য সেলিম ওসমান যে কোন ধরনের দূর্ঘটনা এড়াতে এবং কোন পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজন সংখ্যক সেচ্ছাসেবী নিয়োগ দেওয়ার কথা বলেন। পাশাপাশি তিনি স্নান ঘাট এলাকায় ফায়ার সার্ভিসের ব্যবস্থা সহ সিভি টিভি ক্যামেরা স্থাপনের ব্যাপারে জোর দেন। এছাড়াও তিনি প্রয়োজনীয় চিকিৎসা সেবা, বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা সহ লাঙ্গলবন্দ স্নান উদযাপন পরিষদের পক্ষ থেকে একটি সেবা কেন্দ্র পরিচালনার পরামর্শ দেন।
মত বিনিময় সভায় স্নান উদযাপন কমিটির নেতৃবৃন্দরা সংসদ সদস্যের দেওয়ার পরামর্শ সাদরে গ্রহন করে প্রয়োজনীয় সব কিছুর যথাযথ ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন।
সভায় উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের পরিচালক প্রবীর কুমার সাহা, ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি চন্দন শীল, বাংলাদেশ ইর্য়ান মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি লিটন সাহা, লাঙ্গলবন্দ স্নান উদযাপন পরিষদের সভাপতি পরিতোষ কান্তি সাহা, সাধারণ সম্পাদক বাসুদেব চক্রবর্তী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার সাহা, সাধারণ সম্পাদক সুজন কুমার সাহা, মহানগরের সাধারণ সম্পাদক শিপন সরকার, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি গোপীনাথ দাস, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস, মহানগরের সভাপতি লিটন কুমার পাল, সদর উপজেলার সভাপতি রঞ্জিত মন্ডল প্রমুখ।
উল্লেখ্য আগামি ১৪ এপ্রিল অনুষ্ঠিত হবে হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব লাঙ্গলবন্দের স্নান। স্নান উৎসব উপলক্ষে বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদ পারের তিনকিলোমিটার এলাকাজুড়ে পুণ্যার্থীদের সমাবেশ ঘটবে।