বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লায় নারীলোভী লম্পট মিঠু দাস ওরফে মিঠু চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত মিঠুদাস ফতুল্লার ইসদাইর এলাকার হীরা লালের ছেলে। মিঠু প্রথম স্ত্রী রেশমার দায়েরকৃত নারী নির্যাতন মামলার পরোয়ানাভূক্ত আসামি ছিল। এদিকে মিঠু দাস ওরফে মিঠু চৌধুরীকে গ্রেফতারের সংবাদে গতকাল সোমবার সকালে থানা কম্পাউন্ডে দ্বিতীয় স্ত্রী লিজার সাথে প্রথম স্ত্রী রেশমা ঝগড়ায় লিপ্ত হয়।
ঘটনার বিবরনে জানা যায়, প্রথম পক্ষের স্ত্রী রেশমা তার স্বামী মিঠু দাসের বিরুদ্ধে আদালতে যৌতুক আইনে মামলা দায়ের করলে আদালত মিঠুর বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে। গতকাল সোমবার সকালে ফতুল্লা মডেল থানা পুলিশ মিঠু দাসকে আটক করে। পরবর্তীতে দ্বিতীয় পক্ষের স্ত্রী লিজা সংবাদ পেয়ে মিঠুকে ছাড়াতে থানায় ছুটে আসে। এ সময় প্রথম পক্ষের স্ত্রী রেশমার সাথে দ্বিতীয় পক্ষের স্ত্রী লিজার তুমুল ঝগড়া হয়।
উল্লেখ্য, প্রথম পক্ষের স্ত্রী রেশমার অনুমতি ছাড়াই ইসলাম ধর্ম গ্রহন করে মিঠু দাস লিজাকে বিয়ে করে ঘর সংসার করতে থাকে। আর লিজার কু-পরামর্শে রেশমার উপর অমানবিক অত্যাচার চালিয়ে আসছিল। ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন গ্রেফতারের সত্যতা স্বীকার করে বলেন, আটককৃত মিঠুকে আদালতে প্রেরন করা হয়েছে।